অন্ধকার কোলাহল থামলো বটে,
মানুষ তো আজো হয়নি মানুষ।
নীরবতা তো মৌন সম্মতি নয়
তবে কেন শুনি আর্তনাদ?
.
ক্রিয়া সমাপিকা কিংবা অসমাপিকা
হলেওবা কী যায় আসে ইতিহাসের,
ঝরাপাতার গল্পতো মর্মরই হয়।
সমুদ্র আছে বলেই
মানুষ হারায় বিশালতার মাঝে,
মরুভূমির তাতে থোড়াই কেয়ার!
.
পরাজয় আছে বলেই
জয়ী হতে চায় মানুষ,
আবার মৃত্যু আছে বলেইতো
মানুষই সাজায় জীবন …
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পূর্বের ধারাবাহিক লিখাটি আরও খানিকটা পথ পেরুবে এমনটা ধারণা ছিলো।
যাই হোক আজ যে সিরিজ শুরু হলো এটা অন্তত অনেকটা পথ চলবে এই প্রত্যাশা রাখি।
পরাজয় আছে বলেই জয়ী হতে চায় মানুষ, আবার মৃত্যু আছে বলেইতো
মানুষই সাজায় জীবন। চিরন্তন এই শব্দবাণী। অভিনন্দন মি. রোমেল আজিজ।
loading...
নিরঞ্জনের সিরিজটা এখনো শেষ হয় নি দাদা। ধন্যবাদ সাথে থাকার জন্য………
loading...
পছন্দের লাইনগুলো কোট করতে পারছি না। বেশ গভীর অনুভব পুরো কবিতায় প্রতিভাত হয়েছে।
loading...
শুভেচ্ছা রইলো…………
loading...
শুভেচ্ছা কবিতা। মনে হচ্ছে নতুন করে আপনার দ্যাখা পেলেম।
loading...
ক্রিয়া সমাপিকা কিংবা অসমাপিকা
হলেওবা কী যায় আসে ইতিহাসের,
ঝরাপাতার গল্পতো মর্মরই হয়।
* কবি, শুভ কামনা সবসময়।
loading...