এক যুগ ধরে আমি তোমাকে দেখি না

এক যুগ ধরে আমি তোমাকে দেখি না

এক যুগ হয়ে গেল তোমাকে দেখি না ;
তোমাকে না দেখতে দেখতে তোমার মুখ
অচেনা হয়ে যাবে,
তোমার কণ্ঠ না শুনতে শুনতে তোমার স্বর
অচেনা হয়ে যাবে,
সত্যিই কি তুমি আমার সবচেয়ে অচেনা মানুষটি
হতে যাচ্ছো?

সত্যিই কি আমাদের সময়গুলো তুমি ভুলে যাচ্ছো?
তুমিইতো বলেছিলে ব্ল্যাক স্ক্রিনে তুমি আমার শরীরের তরতাজা ঘ্রাণ পাও ;
তুমিই শিখিয়েছিলে –
এক সহস্র কিলোমিটার দূরে থেকেও শুধুমাত্র
চোখ বুজলেই কতোটা সহজে কাছে আসা যায়।
তুমি কি আমাকে ভুলে থাকা শেখাচ্ছো?
তোমার জন্য অপেক্ষা করে সাইলেন্ট বিহীন স্যামস্যাং ;
তোমাকে একবার দেখবে বলে সাইনইন হয়ে থাকে ফেসবুক আর ভাইবার।

আরো কোন এপ্লিকেশন জানা থাকলে বলে দাও
যার মধ্য দিয়ে আমি কেবল তোমাকেই দেখতে পাবো,
আরো কোন ভয়েজ মেইল থাকলে শিখিয়ে দাও ;
জানতে পারবে প্রতিটা মুহূর্তে কতোটা শুকোয় কণ্ঠ কেবল
তোমার সাথে মুখর হবে বলে।

এত্তো মানুষ চারদিকে ;
তবু কথা বলতে না পারার তৃষ্ণা
আমি মেটাতে পারছি না।
আমি আরো কিছুটা জীবন তোমার পাশে বসে
কাটিয়ে দিতে চাই,
তোমার ব্যস্ত ড্রাইভিং,
হারানো গানের সুরে একলা আমিই না হয় ভেসে যাব।
তাই ভেবে দেখো ;
একটা যুগ ধরে আমি তোমাকে দেখি না।

________________________
নস্টালজিয়া জেঁকে বসেছে দেখছি …

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ০টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মামুন : ২১-০৩-২০১৯ | ১৩:৩৯ |

    আপনি একা থাকুন, এটাই আপনার জন্য ভালো হবে। অল্প ক'দিনের জন্য 'তিনি' দেখা দিয়ে আবারও অদৃশ্য হয়ে গেলে, আপনি ডাবল কষ্ট পাবেন।

    সুন্দর কবিতা! আপনাকে শুভেচ্ছা 'মুন্নী'। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২১-০৩-২০১৯ | ১৩:৪২ |

    এক যুগ ধরে আমি তোমাকে দেখি না। জীবনের কিছু স্মৃতির রিপিটেশন না হাওয়াই ভালো। এভাবেই ভালো আছেন। এবং ভালো থাকুন কবি রোদেলা নীলা। শুভেচ্ছা। Smile

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২১-০৩-২০১৯ | ১৫:২৬ |

    সুন্দর লিখেছেন কবি রোদেলা নীলা। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  4. সুমন আহমেদ : ২১-০৩-২০১৯ | ১৫:৫৯ |

    আপনার জন্য শুভকামনা কবি।

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ২১-০৩-২০১৯ | ১৭:৩১ |

    সুন্দর হয়েছে কবিতাটি। শুভেচ্ছা কবি দি।

    GD Star Rating
    loading...
  6. শাকিলা তুবা : ২১-০৩-২০১৯ | ১৮:১০ |

    আপনার ছবিটি খুব সুন্দর এসেছে রোদেলা। Smile

    GD Star Rating
    loading...