কণ্ঠে আমার শেষ শব্দটা ভীষন সংযত;
কেউবা পিছে শুনে নেয় সব কথা।
জানি; চলে যাওয়া মানেই প্রস্থান নয়,
হিমধরা এই রাত্তিরে এক টুকরো উষ্ণতা হাত ধরে বলে –
আমাকে আগলে রাখো তোমার বুকে।
আমি যদি পাহাড় হতাম
তবে সত্যি তোমাকে জড়িয়ে রাখতাম,
যদি অরণ্য হতাম
তবে নিশ্চিত লুকিয়ে রাখতাম তোমাকে।
আমি না পাহাড়, না অরণ্য;
আমিতো শুধুই নারী।
সমাজের সব গুলো নিয়ম কড়ায় গণ্ডায় মেনেই
তোমার কাছে আসতে পারি।
নির্দিষ্ট সময়ের আচ্ছাদনে আবিষ্ট ছুটির ঘন্টা
ঢং ঢং বাজতে থাকে।
তুমি মানব না হয়ে …
ভুলে ফেলে যাওয়া কালো চশমা হতে পারতে,
দিব্যি হাত ব্যাগে নিয়ে ঘুরতে পারতাম
মিরপুর থেকে শাহবাগ।
মাঝে মধ্যে আমারো ইচ্ছে করে খুব;
তোমার গলায় ঝুলে থাকা কালো মাফলার হতে,
অন্ততপক্ষে এই কঠিন শৈত্যে কিছুটা সময়
উষ্ণতা ছড়ানো যেত।
গলির শেষ বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে দ্বিধাহীন;
আমার চোখ দু’টো তাকিয়ে থাকে পলকহীন,
তুমিহীনা এ রাজ্য এক মুহূর্তে হয়ে গেল অর্থহীন।
________________________
ছবি : আহমেদ বাবু। অক্টোবর ২০১৭।
loading...
loading...
ভুলে ফেলে যাওয়া কালো চশমা হতে পারতে,
দিব্যি হাত ব্যাগে নিয়ে ঘুরতে পারতাম
মিরপুর থেকে শাহবাগ।
___ চমৎকার অনুভূতির কবিতা প্রিয় কবি রোদেলা নীলা। অভিনন্দন সহ শুভ সকাল।
loading...
মুগ্ধ হলাম প্রিয়কবি!
loading...
নারী যা মর্যাদা আছে আপনার তা সম্পর্কে সচেতন ও তা সম্পর্কে জ্ঞান অর্জন করে সেই মর্যাদার মান রাখলে বেশ ভালো হবে প্রিয়কবি!
loading...
মনের কথা বলে দিয়েছেন প্রিয় দিদি ভাই। অন্তঃকরণে শুভেচ্ছা জানাই।
loading...
আমি না পাহাড়, না অরণ্য … শুধুই নারী ____ শিরোনামেই সব। সুন্দর প্রকাশ বোন।
loading...
মাঝে মধ্যে আমারো ইচ্ছে করে খুব;
তোমার গলায় ঝুলে থাকা কালো মাফলার হতে,
অন্ততপক্ষে এই কঠিন শৈত্যে কিছুটা সময়
উষ্ণতা ছড়ানো যেত।
* অপূর্ব…


loading...