দুই জীবন

পাশে অলস পড়ে থাকে সেল ফোন;
ঘন্টার পর ঘন্টা !
হঠাত টুং করে আওয়াজ হতেই আমি চমকে উঠি;
হুম, নোটিফিকেশন এসেছে;
কিন্তু সেগুলো আমার পেইজ থেকে।

গত দশ বছরের ডিজিটাল দুনিয়াতে আর কিছু কামাই না করি;
কয়েক খানা পেইজের সুপার এডমিন পোস্টটা ঠিকঠাক
দখল করে রেখেছি।
জানি, দখল করে থাকার মধ্যেও যোগ্যতা আছে,
কিন্তু সেই যোগ্যতা কেবল আমার প্রফেশনে;
বাস্তবিক অর্থে কাউকে দখল করবার কোন যোগ্যতাই
আমার কোন কালেও ছিল না।

মাঝে মধ্যে এমন উদ্ভট ইচ্ছেরা এই অসময়ে যখন উঁকি ঝুঁকি
মারার চেষ্টা করে,
তাকে আমি কঠিন ভাষায় পরাস্ত্র করি।

ভীষন রকম সন্দেহ বাতিক হয়েছে আমার;
কাউকেই আর বিশ্বাস করতে পারছি না আগের মতোন।
কিছুটা সময় কথার খেলায় মেতে ওঠার পরেই মনে হতে থাকে –
এই গল্পটা বুঝি সে আরো একটি মেয়ের সাথেও করছে,
সেই একই আবেগ, একই কণ্ঠ;
ব্যাস, সীমানা রেখায় শেষাংক টেনে দিলাম।

আমার আসলে মুঠোফোনের কাছ থেকে চাইবার মতোন কিছু নেই;
সেখানে কোন মিসকল হয়ে থাকলো কীনা,
সেখানে মন ভালো করে দেবার মতোন কোন বার্তা এলো কীনা;
কিচ্ছু না।

আমার শুধু একটাই কষ্ট;
মন খারাপের সন্ধ্যেগুলো ধূলোয় মিলিয়ে যাচ্ছে প্রতিনিয়ত,
মিরপুর স্টেডিয়ামের গলি ঘেষে আর ফুচকা খাওয়া হয় না
অফিস ফেরার পথে লাভ রোডের তে’মাথায় বসে
মাল্টা দেওয়া গরম কাপে ঠোঁট ভেজাতে পারিনা।

চা’য়ের অবসরে ঝড় ওঠাবার জন্যেও বুঝি একজন বিশ্বস্ত বন্ধু লাগে !!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-১১-২০১৮ | ৯:২৫ |

    মাঝে মধ্যে এমন উদ্ভট ইচ্ছেরা এই অসময়ে যখন উঁকি ঝুঁকি
    মারার চেষ্টা করে,
    তাকে আমি কঠিন ভাষায় পরাস্ত্র করি।

    এই স্পৃহাই আপনাকে অনেকটা দূর পথে নিয়ে যাবে। সফল কোন জীবনে। শুভসকাল। Smile

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ১০-১১-২০১৮ | ২০:৩৫ |

    কিছুটা গদ্যের ধরণ হলেও লিখাটিতে প্রাণ আছে। একজন লেখকের মনের না বলা কথা গুলোন পরিচ্ছন্ন স্বীকারোক্তিতে উঠে এসেছে। ভালো থাকুন দিদি ভাই। প্রণাম।

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ১০-১১-২০১৮ | ২৩:১৩ |

    লিখা সুন্দর হয়েছে বোন। 

    GD Star Rating
    loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১১-১১-২০১৮ | ২:২০ |

    * পরিচ্ছন্ন প্রকাশ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...