ইন্দ্রাবতী ... তোমায় স্পর্শ করবো বলে

ইন্দ্রাবতী; তোমায় স্পর্শ করবো বলে

সাতরঙা জল ছুঁয়ে দেখবো বলে
সে কী আয়োজন আমার;
কখনো নীল শাড়ির ভাঁজ খুলে দেখছি,
কখনোবা আকাশি রঙের শাড়িটা।

আচ্ছা, আকাশ যখন সমুদ্রে হেলে পড়ে
তখন গোধূলি আলোর কোন আভার খেলা
তোমাকে মুগ্ধ করে বলতে পারো ?

তুমি কথায় কথায় বলো –নীল পড়ো,
সেটা বোশেখ হোক, কিংবা বসন্ত;
নীলে তোমার আছে তীব্র আকর্ষন।

ইন্দ্রাবতীর গা ছুঁয়ে সাতখানা জলপ্রপাত
কিভাবে ধেয়ে চলে,
তা দেখবার কী ব্যকুল প্রতীক্ষা আমার !
তাই যখনি সুযোগ পাচ্ছি একটা একটা করে শাড়ি
গুছিয়ে নিচ্ছি লাল ট্রাভেল ব্যাগে;
কে জানে; হয়তো রংধনুর মিষ্টি আলো
তোমার মনকে খানিক হলেও বদলে দিতেও পারে।

কিন্তু, বেরসিক ডাক্তার এক গাদা অষুধ লিখেই খালাস;
এত্তো এত্তো ইনহেলার নিয়ে কী চব্বিশ ঘন্টা
কাটিয়ে দেওয়া যায় !
শ্বাসনালীর সাথে হৃদপিণ্ডের দারুণ রকম যুদ্ধ চলছে,
কিছুতেই অক্সিজেন যাচ্ছে না শরীরে;
তাহলে বোধ করি সাতরঙা জল দেখা হবে না এ জন্মে।

এই শহরের বিষবাষ্পে ভেসে আছে কালো কার্বন
একটু একটু করে সময় কুড়িয়ে নিচ্ছি,
একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি,
আমি চিত্রকুটের জল স্পর্শ করবো।

আমায় তুমি নিয়ে চলো ছিয়ানব্বই মিটার উঁচুতে,
আমি তোমার হাত ছোঁব না,
আমি তোমার ঠোঁট ছোঁব না,
কথা দিলাম;
আমি তোমার ব্যক্তিগত বাঁধা হবো না।

কেবল আমার পাশে মূর্তি হয়েই দাঁড়িয়ে থেকো,
আমি একটিবার অমন ঝরতে পারা জলস্রোতিনী
ছুঁয়ে দেখতে চাই।।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ০টি) | ১০ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ০১-০৯-২০১৮ | ১৪:১৬ |

    শ্বাসনালীর সাথে হৃদপিণ্ডের দারুণ রকম যুদ্ধ চলছে,
    কিছুতেই অক্সিজেন যাচ্ছে না শরীরে;
    তাহলে বোধ করি সাতরঙা জল দেখা হবে না এ জন্মে।——-চমৎকার প্রকাশ রোদেলাে আপা

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০১-০৯-২০১৮ | ১৪:৩২ |

    যে 'শহরের বিষবাষ্পে ভেসে আছে কালো কার্বন' … ইন্দ্রাবতী'র স্পর্শ চাওয়াটা সেখানে নিশ্চিত স্বাভাবিক। কবিতা জুড়ে আছে এক ধরণের আকুতি। হৃদয় ছোঁয়া বটে। Smile

    GD Star Rating
    loading...
  3. শংকর দেবনাথ : ০১-০৯-২০১৮ | ১৪:৪৬ |

    দারুণ লেখা

    GD Star Rating
    loading...
  4. সাঈদ চৌধুরী : ০১-০৯-২০১৮ | ১৫:৩৬ |

    খুব আবেগী লেখা । স্পর্শ করে গেল হৃদয়টা । ধন্যবাদ আপু 

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ০১-০৯-২০১৮ | ১৬:২০ |

    এমন সব কবিতাকে নিজের বলেই মনে হয় দিদি ভাই। বিশেষ করে অনুভূতি। Smile

    GD Star Rating
    loading...
  6. সৌমিত্র চক্রবর্তী : ০১-০৯-২০১৮ | ১৮:০৩ |

    অসমান্য কবিতা কবি বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  7. সুজন হোসাইন : ০১-০৯-২০১৮ | ১৯:২২ |

    অনেক ভালো লাগলো,,,,

     

     

    GD Star Rating
    loading...
  8. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০১-০৯-২০১৮ | ২১:০০ |

    কেবল আমার পাশে মূর্তি হয়েই দাঁড়িয়ে থেকো,
    আমি একটিবার অমন ঝরতে পারা জলস্রোতিনী
    ছুঁয়ে দেখতে চাই।।

     

    * কবিতায় বেশ একটা পরিপক্কভাব আছে… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  9. কাজী রাশেদ : ০২-০৯-২০১৮ | ১১:৩৫ |

    রোদেলা নীলা, অনেক দিন পরে আপনার কবিতা পড়লাম। স্পর্শ করে যাওয়া এক কবিতা। ভালো লাগা।—

    GD Star Rating
    loading...
  10. ইলহাম : ০৫-০৯-২০১৮ | ২১:৫৩ |

    প্রিয় কবি, আমি কিছুদিন ব্যাক্তিগত কাজে ব্যাস্ত ছিলাম।

    আপনাকে শব্দনীড়ে পেয়ে আমি আনন্দিত, অভিভূত!

    শুভকামনা এবং ফুলেলে শুভেচ্ছাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...