সত্যায়িত দলিলপত্র

সত্যায়িত দলিলপত্র

দরজা বন্ধ, জানালাটাও খোলা নেই।
ছোট্ট একটি ভেন্টিলেশন খোলা রেখেছি –
রোদের আলোতে রোদ্দুর যেন পুড়ে ছাই না হয়ে যায়।

কাগজিয় সমস্যায় আমি বহুকাল আগ থেকেই জর্জরিত;
প্রয়োজনীয় দলিল খুঁজতে এলোমেলো কোরলাম কাঠের আলমারিটা
হাতের ওপর উঠে এলো আট দশেক ডায়েরি, অগনিত লেখা-ঝোকা;
একে ঠিক কবিতা বললে খুব ভুল বলা হবে,
সাথে বাড়তি পেলাম- খামে ভর্তি বেশ কয়েকটা চিঠি।

বার্থ সার্টিফিকেট, পরিচয় পত্র, ব্যাংকের ডকিউমেন্টস, বাড়ির মিউটেশান –
এমন প্রয়োজনীয় কাগজের জায়গায় আমার উদ্ভট সব লেখা দেখে নিরুপায়
আমি মাকে প্রশ্ন করি-
তুমি না থাকলে কেউ যদি এ বাড়ি থেকে আমাকে বের করে দেয়
তখন আমি কি করবো ?
মা হেসে বলেন–কেন ? কবিতার খাতা এগিয়ে দিবি।

তাইতো ! এটাইতো আমার সারা জীবনের সঞ্চিত দলিল পত্র
তিন তলার ঝুল বারান্দা আর খোলা ছাদের বিষণ্ন বিকেলগুলো
আজো এই দলিলের স্বাক্ষী হয়ে আছে।
এখানকার প্রতিটি পাতা জুড়ে আছে সারা জীবনের হাসি –কান্না
আর না পাওয়ার যন্ত্রনা;
প্রথম প্রেমে পড়ার চমৎকার বর্ণনা আছে বিস্তারিত
আছে তিলে তিলে মা হয়ে ওঠার অবাক মুগ্ধতা।
দলিল হয়ে আছে –ভালোবাসার মানুষের কাছে প্রত্যাখ্যিত হবার
সেরা মুহূর্ত।

মাকড়শার জালে আটকে থাকা ঝুল;
কালো কুচকুচে তেলাপোকাদের নিত্য ছুটোছুটি;
সবাই স্বাক্ষী হয়ে আছে আঠাশ বছরের অনুসারী হয়ে।
চোখ হতে গড়িয়ে পড়া সহস্র কোটি অশ্রুবিন্দু দিয়ে
সত্যায়িত এই কাগজ;
যেখানে এক বর্ণ মিথ্যে নেই,
যেখানে অভিমান পাহাড় হয়ে আছে পলাতক পিতার আদরে।

আজ আর আগের মতোন রোদ পড়ে না আমার উঠোনে
কোণার ঘরের ফাঁক দিয়ে গড়িয়ে পড়া
আলোয় নিজেকে আবার স্নান করিয়ে নেই;
পুনরায় ফিরে পেতে চাই চিরচেনা সেই নীলাভ রোদ্দুর।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৬ টি মন্তব্য (লেখকের ৮টি) | ৮ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-০৮-২০১৮ | ১২:০৭ |

    অসাধারণ একটি কবিতা আর অনিন্দ্য অভিষেকে প্রাণঢালা অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২৭-০৮-২০১৮ | ১৪:২০ |

    কবিতায় এমন শব্দসাজ খুব কম মানুষের কলমে আসে। মুগ্ধতা রাখছি দিদি ভাই। শব্দনীড়ে সুস্বাগতম জানাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. শাকিলা তুবা : ২৭-০৮-২০১৮ | ১৬:৩৪ |

    পরিচ্ছন্ন লেখা। এমন লেখা পাঠক হিসেবে বারবার পড়া যায়। স্বাগত বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৭-০৮-২০১৮ | ১৯:৫৮ |

    আলোয় নিজেকে আবার স্নান করিয়ে নেই;
    পুনরায় ফিরে পেতে চাই চিরচেনা সেই নীলাভ রোদ্দুর।

     

    * অনেক সুন্দর…  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  5. মিড ডে ডেজারট : ২৭-০৮-২০১৮ | ২০:২৭ |

    কবিতাটার আধুনিক অবয়ব এবং স্বতন্ত্র উপস্থাপনা মন কেড়েছে।

    আজ আর আগের মতোন রোদ পড়ে না আমার উঠোনে
    কোণার ঘরের ফাঁক দিয়ে গড়িয়ে পড়া
    আলোয় নিজেকে আবার স্নান করিয়ে নেই;
    পুনরায় ফিরে পেতে চাই চিরচেনা সেই নীলাভ রোদ্দুর—দারুণ!

    GD Star Rating
    loading...
  6. জাহিদ অনিক : ২৭-০৮-২০১৮ | ২২:০৪ |

    চমৎকার 

    GD Star Rating
    loading...
  7. শংকর দেবনাথ : ২৭-০৮-২০১৮ | ২৩:৫৭ |

    অসাধারন লেখনি।

    GD Star Rating
    loading...
  8. সৌমিত্র চক্রবর্তী : ২৮-০৮-২০১৮ | ১৫:২৩ |

    কবিতাটি পড়তে ভালো লাগলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  9. রোদেলা নীলা : ২৯-০৮-২০১৮ | ০:০৪ |

    I am trying to write in bangla ,but unable to write in unicode .Sorry everyone.

    GD Star Rating
    loading...