আল মাহমুদ নামে অধিক পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরেও অংশ নিয়েছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী হিসেবে পরিচিত দৈনিক গণকণ্ঠ (১৯৭২-১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন।
১৯৫০-এর দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে মাহমুদ একজন। লোক লোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৭৩) ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করা এই কবির প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তার পিতার নাম মীর আবদুর রব ও মাতার নাম রওশন আরা মীর। তার দাদার নাম আব্দুল ওহাব মোল্লা যিনি হবিগঞ্জ জেলায় জমিদার ছিলেন। আল মাহমুদ ব্যক্তিগত জীবনে সৈয়দা নাদিরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির পাঁচ ছেলে ও তিন মেয়ে রয়েছে।
২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি ৮২ বছর বয়সে ঢাকার ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। জন্মস্থান ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামেই ১৭ই ফেব্রুয়ারি, ২০১৯ রবিবারে কবরস্থ করা হয়।
কালের কলস, সোনালি কাবিন, মায়াবী পর্দা দুলে উঠো, কাবিলের বোন, পানকৌড়ির রক্তসহ অসংখ্য কালজয়ী সাহিত্যের এই স্রষ্টা তাঁর কৃতকর্মের জন্য একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছিলেন।
loading...
loading...
প্রিয় কবি আল মাহমুদ এর জীবন সংক্ষিপ্ত পড়লাম। তিনি আমার ভীষণ প্রিয় একজন কবি। তাঁর বিদেহী আত্মার প্রতি আমার বিশেষ শ্রদ্ধা।
loading...
কবি বেঁচে থাকবেন তার অমর সৃষ্টিতে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি।
loading...
কালজয়ী কবি আল মাহমুদ এর প্রতি শব্দনীড় এর বিনম্র শ্রদ্ধা।
loading...
প্রার্থনা করি মুহান আল্লাহর নিকট তিনি যেন কবি আল মাহমুদকে ক্ষমা করে জান্নাতবাসী করেন।
loading...
কবিতা মানে মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তার "
কবির মৃত্যু নেই –
কবি ভালো থাকুন ওপারেও ।
loading...