হৃদয় শিকারী...

হৃদয় শিকারী…………..
.
হে হৃদয় শিকারী,
আমার অবাধ্য ইচ্ছেগুলো কি তুমি দেখতে পাও ?
আমার ইচ্ছেগুলো কতো ভাবে আলপনা এঁকে দিয়ে যায়
তোমার হৃদয়পটে তুমি কি তা অনুভব করতে পারো ?
বলতে পারো অভিমানের উৎস কোথায় ?
এটা খুব বেশি ভালোবাসি বলে ?
নাকি খুব বেশি অধিকার দিয়েছো বলে ?
কেন জানতে চাইছো আমার সুগভীর চাহনিতে কেন এতো মায়া ?
কেন জানতে চাইছো কতোটা ভালোবাসি তোমায় ?
যতোটা কাছে থাকলে শরীরের গন্ধ পাওয়া যায়,
হাজার মাইল দূরে থেকেও তোমার গায়ের গন্ধটাকে আমি ঠিকই শুকে নিতে পারি,
ততোটাই কাছে রয়েছি দিনের পর দিন, থাকবো অনন্তকাল,
তোমার কাছে থাকতে থাকতে
তোমার প্রতিটা নিঃশ্বাসের উত্তাপ আমি ঠিক
অনুভব করতে পারি,
ততটাই কাছে থাকা অভ্যেস হয়ে গেছে,
ঠিক ততটাই ভালোবাসি যতোটা ভালোবাসলে
তোমার শার্টের সবকটি বোতাম আমার চেনা,
তোমার পড়ার টেবিল অগোছালো বইপত্র সে খবরও আমার আছে জানা,
ঠিক ততটাই ভালোবাসি যতোটা ভালোবাসলে
বুকের বাঁ পাশের হৃদপিন্ডের স্পন্দন অনুভব করতে পারি,
এক ছাতার নিচে বহুবার বৃষ্টিতে ভিজেছি আমরা,
তোমার বৃষ্টিভেজা শার্ট আর আমার নীল শাড়িটা
সেদিন একে অপরকে ছুঁয়ে দিয়েছিলো নিবীড়ভাবে,
আমরা একে অপরকে ছুঁয়েছি অন্তর আত্মায়,
গভীর থেকে গভীরে কাছাকাছি থেকে রোজ আমরা ভালোবেসেছি নির্দ্ধিধায়,
তুমি খোঁপায় ফুল গুঁজে দিয়ে বললে একমাত্র বিশ্বাসই ভালোবাসা,
তুমি মায়া ভরা চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে বললে
মৌ তোমার বুদ্ধিদীপ্ত চোখ দুটো যেন আমাকে টানছে চুম্বকের মতো,
আমি চোখে চোখ রেখে তোমার কথায় হারিয়ে গেলাম,
তুমি বললে মৌ তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি,
তোমাতেই আমার অস্তিত্ব,
আমার অবাধ্য অগোছালো চুলগুলোকে সরিয়ে বললে সুগন্ধিটা তুমি দারুণ মেখেছো,
কন্ঠে তোমার দৃঢ়তা,
আমায় বিদ্ধ করতে চাইছো তুমি কামনার শাণিত ফলায়,,
প্রটিতি নিঃশ্বাসে যেন আগুন ছুঁয়ে যায় আমায়
আমি এড়িয়ে যেতে চাইলাম
কিন্তু তোমার ভালোবাসার মন ও শরীরকে আমার কাছে থেকে আলাদা করা দুস্কর,
পরক্ষণেই পরম মমতায় বুকের মধ্যে লুকিয়ে বললে
ভালোবাসার তীব্রতা বুঝো তুমি মৌ ?
আমার রক্তে মরফিনের নেশা তুমি,
যতোটা ভালোবাসলে পৃথিবীতে স্বর্গ নেমে আসে,
মানুষের চরমতম সুখানুভূতির ভাষা আজ অবধি তৈরি হয়নি,
তুমিই আমার সুখানুভূতি তুমিই আমার স্বর্গ মৌ…….

— ফারজানা শারমিন
০২ – ০৯ – ২০২০ইং

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ০৩-০৯-২০২০ | ১:০৯ |

    তুমিই আমার সুখানুভূতি তুমিই আমার স্বর্গ মৌ I 

      অপূর্ব 

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৩-০৯-২০২০ | ৮:০৭ |

    রোম্যান্টিক কবিতায় আপনি অনন্যা। অভিনন্দন প্রিয় কবি ফারজানা শারমিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. আলমগীর সরকার লিটন : ০৩-০৯-২০২০ | ৯:৪৮ |

    বেশ রোমান্টিক কবি আপু

    GD Star Rating
    loading...
  4. নিতাই বাবু : ০৩-০৯-২০২০ | ১১:৫৪ |

    বেশ রোমান্টিক কবিতা। কবির ভাবনার জয় হোক। 

     

    GD Star Rating
    loading...