একটি চন্দ্রাহত রাতে...

একটি চন্দ্রাহত রাতে……………

আমরা ভুলে যাই কবিদেরও মন আছে
কবিতার বাইরেও কিছু কথা আছে
আছে কিছু অনুভূতি,
একমাত্র ভালোবাসার যন্ত্রণা গুলোই মানুষ নির্দ্বিধায় মেনে নেয়,
কুহকী পূর্নিমার ইন্দ্রজাল রচিছে শশানের নিরবতা বিরহের কবিতা,
চাঁদের বুকে আঁচর কেটে কেটে এঁকে গেছে কলঙ্কের আলপনা প্রেমের একান্ত স্মৃতিকথা,
বাকি কথাগুলো জমা পড়ে আছে হৃদপিন্ডের মৌন পাথরে,
প্রতিটি সমুদ্র কানায় কানায় ভরে গেছে বেদনার লোনা জলে,
বিষাদের অন্তর্জাল ঘিরে বুকের ভেতরে কেবলই স্বপ্নভঙ্গের শব্দ তরঙ্গিত,
ঝড়ের মতো দীর্ঘশ্বাসে সেই সমুদ্রে মাতালের মতো ঢেউ তোলে,
সময়ের অনুভব খুবই নিষ্ঠুর আবেগের মাঝে কোথায় যেন ব্যাথার অনুভূতি,
ছায়াচ্ছন্ন অস্তিত্ব নিয়ে বারবার শুন্য হাতে ফিরে এসেছে নিজের গৃহে,
জীবন তখন অবুঝ চড়ুই পাখি,
একটি চন্দ্রাহত রাতে ভাঙা হৃদয় নিয়ে আশ্রয় খোঁজে ধ্বংসের স্তূপে,
ভুলশয্যায় কতোবার ফুলশয্যা কতোবার কতো কি কবুল,
তবুও জ্বলন্ত কয়লায় হাত বাড়াই,
যদি প্রশ্ন করো আমায় কতদূর এসেছি ফিরে বাসনার জাল ছিঁড়ে
শব্দহীন পশ্চাতে কোলাহলের নদী পেড়িয়ে গিয়েছি
সমোঝতার ঢেউও তা জানে সব,
জানে সন্ধ্যার সাঁজবাতিটা ও
শুধু বলবো, সেচ্ছায় গ্রহন করেছি এ অযাচিত নির্বাসন…………

— ফারজানা শারমিন
২৭ – ০৬ – ২০২০ইং

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ২টি) | ৩ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ২৭-০৬-২০২০ | ১৫:৩৭ |

     পরিপাটি লেখা । 

    GD Star Rating
    loading...
  2. এম. হুমায়ূন কবির : ২৭-০৬-২০২০ | ১৭:০৮ |

    অনিন্দ্য সুন্দর কথা গাঁথা

    শুভেচ্ছা অফুরান      

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ২৯-০৬-২০২০ | ১৯:৪৫ |

    কবিতার অনিন্দ্য আবহে মুগ্ধ হলাম। অভিনন্দন কবি ফারজানা শারমিন মৌসুমী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...