নিষিক্ত প্রেম……………..
অবশেষে তুমি ছুঁয়েছো হৃদয়ের গভীরতম বিন্দু
তোমার প্রেমের ছোঁয়ায় উষ্ম জলে তরঙ্গিত দীর্ঘশ্বাসে একান্ত আলাপে,
ভালোবাসার সুধা পান করে,
বরফ কোক নেকোটিনের ধোঁয়ায় দুজন যাই জড়িয়ে
হৃদয়ে হৃদয় আঁকি চোখে চোখ রাখি,
ভালোবাসার ঘণত্বে ঘণিভূত হই দুজন চলুক তোলপাড় প্রেম,
তছনছ হয়ে যাক কপালের লাল টিপ
শরীরে পড়ুক দাগ পরা আদর, ছুঁয়ে যাক রক্তাক্ত আঁচড়,
প্রণয়দীপ্ত এক চুম্বনসিক্ত প্রহরে,
কাব্যে ড্রোনের বিস্ফোরণে তুমি সন্মুখে দাঁড়িয়ে বিদ্ধ করেছো
তোমার কামনার তীক্ষ্ণ শাণিত ফলায়,
অগ্নি স্ফুলিঙ্গের মতো তপ্ত নিঃশ্বাস,
প্রতিটি নিঃশ্বাসে যেন আগুন ছুঁয়ে যায় আমায়,
নগ্ন পায়ে অঙ্গারে হেঁটে হেঁটে নিজেকে সঁপে দিয়েছি তোমার ভালোবাসার পেয়ালায়,
তন্দ্রাহারা তন্ময় হয়ে আঁকা তোমার ঠোঁট বাস্তবে এসে ধরা দেয়,
তোমার তৃষ্ণার্ত ঠোঁটে এক মিলনের আর্তনাদ,
আদরে আদরে তুমি অবগাহনে উষ্ণ মিলনের ঠোঁট থেকে শুষে নাও কাব্যের নির্যাস,
নৌকা নদীর মাঝে ভাসিয়ে গোলাপের সুবাসে মন ভরিয়ে দিলে সেই নির্জনে তপ্ত জলে,
নগ্নতা ছুঁয়ে গেলো দু’টি নদীর জোয়ারে,
নিষিক্ত হয় প্রেম,
প্রস্ফুটিত হয় এক জীবন্ত কবিতা,
শরীরের প্রতিটি ভাঁজে সৌন্দর্য জলজ্যান্ত যৌনতার দেবী আফ্রদিতি, পাশে তুমি কামদেব
পুষ্পের নরম পাঁপড়ি ছুঁয়ে কামিনির ঘ্রাণ মেখে
সমস্ত সীমারেখার বেড়াজাল ভেঙে ছুঁয়েছো ভালোবাসার ঝড় তুলেছো,
দেহে জলের স্পর্শে শিহরণ বহমান তোমার উজান স্রোতে ভাসিয়ে দিয়েছো আমায়,
শুধুই ভেসে চলেছি সুদূর অজানায়
ভাসন্ত দ্বীপের সমান্তরালে চারদিকে শুধু অথৈ জলরাশি…………
— ফারজানা শারমিন
০৮ – ০৬ – ২০২০ ইং
loading...
loading...
'শুধুই ভেসে চলেছি সুদূর অজানায়
ভাসন্ত দ্বীপের সমান্তরালে চারদিকে শুধু অথৈ জলরাশি…' দারুণ লিখেছেন প্রিয় কবি।
loading...
অসংখ্য ধন্যবাদ আপনাকে……………………
loading...
অসাধারণ লেখনী
loading...
অসংখ্য ধন্যবাদ আপনাকে……………………
loading...