প্রতিটি স্মৃতি যেন জীবন্ত...

প্রতিটি স্মৃতি যেন জীবন্ত………..

প্রকৃতির বুক জুড়ে যে মাতাল হাওয়া বইছে ঝিরিঝির, সুমিষ্ট সুরে যে পাখি গাইছে গান,
শিমুল পলাশ বৃক্ষ পত্র পল্লব যে রক্তিম লাল বর্ন ধারণ করেছে,
কৃষ্ণচূড়ার ডালে যে রঙিন বাসর বসেছে,
সব বসন্ত বরণে আমিও তাদের মাঝে ছুঁয়েছি তোমাকে
সেই মাতাল বসন্তের পরশ নিও সুপ্রিয়,
ভালোবাসার আঙিনায় পরশটুকু নিও তোমার বুকের ভিতরে আকাশ জুড়ে,
আমার সেই রাতে চন্দ্র বিলাসী অনুভূতি গুলো যে
তোমার প্রেমের আঙুল ছুয়ে যায় সকল সীমানা ছাড়িয়ে,
ভীষণ ভালোবাসি,
ভালোবেসে বুকে পুষি আকাশ,
যে আকাশে তোমার নামে বৃষ্টি ঝড়ে
তোমার খুশিতে জ্যোৎস্নার আলোয় গাঁ ভাসে,
তোমার আমার ভালোবাসার প্রতিটি ক্ষন প্রতিটি স্মৃতি যেন জীবন্ত,
জানো ভালোবাসার মানুষের খুব কাছাকাছি কখনই আসতে নেই, তাকে খুব বেশি জানতে নেই,
জানতে গেলেই হয়ত মুগ্ধতা চলে যায়,
না পাওয়া কিছু পেয়ে গেলে সে ভালোবাসা কমে যায়
আমি চাই তুমি আমার জীবনে সবসময় আমার ভালোবাসা হয়ে থেকে যাও,
তুমি থেকে যাও আমার রঙিন প্রচ্ছদে অনেক কথার ভীড়ে মুগ্ধতার জড়ানো প্রকাশিত নতুন বই হয়ে,
আর আমি তোমার কাছে কল্পনার সেই মায়াবতী হয়েই রয়ে যাই অন্তরে…………..

— ফারজানা শারমিন
১৩ – ০৩ – ২০২০ইং

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৩-০৩-২০২০ | ২১:২৭ |

    'না পাওয়া কিছু পেয়ে গেলে সে ভালোবাসা কমে যায়
    আমি চাই তুমি আমার জীবনে সবসময় আমার ভালোবাসা হয়ে থেকে যাও।' বাহ্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১৩-০৩-২০২০ | ২৩:১৫ |

    অনন্যসুলভ 

    GD Star Rating
    loading...
  3. আলমগীর সরকার লিটন : ১৪-০৩-২০২০ | ১৫:৪৮ |

    বেশ স্মৃতিময় জীবনটার একাংশ শুধু স্মৃতিময়

    কবি আপু- অনেক শুভেচ্ছা রইল

    GD Star Rating
    loading...