কেমন করে ভালোবাসো আমায়………..
তুমি কেমন করে ভালোবাসো আমাকে আমি তোমার প্রেমের গভীরতায় নিমিষেই হারিয়ে যাই,
যেমনি বিশাল সমুদ্রের জলোচ্ছ্বাসে হারায় ক্ষুদ্র বালুকণা,
তুমি কেমন করে দেখো আমাকে আমি কেমন অস্থির নেশায় বুদ হয়ে থাকি তোমাতে,
যেমন জগতের সব মাদকতা আমাকে গ্রাস করে
ডুবিয়ে দেয় গভীর থেকে অতল গভীরে,
তুমি কেমন করে ভালোবাসো আমাকে
মনে হয় হিমেল বাতাস ছুঁয়ে দেয় আমিও মিলেমিশে একাকার হই তোমাতে,
অদ্ভুত তন্দ্রায় আচ্ছন্ন হই হারিয়ে ফেলি অস্তিত্ব ।
আমার চোখের গভীরে অব্যক্ত যে কথা তুমি তা অনায়াসেই বুঝতে পারো,
আমার হাতের মেহেদী রঙে লুকিয়ে থাকে গভীর প্রেম তুমি তা অনুভব করতে পারো,
বুকের ভিতর যে ঝড় উঠে তোলপাড় শুরু হয় তছনছ করে দেয় সব
তুমিই তা থামাতে পারো,
তুমি কেমন করে ভালোবাসো আমাকে আমি তোমার প্রেমের গভীরতায় নিমিষেই হারিয়ে যাই,
যেমনি বিশাল সমুদ্রের জলোচ্ছ্বাসে হারায় ক্ষুদ্র বালুকণা…………
— ফারজানা শারমিন
০১ – ০২ – ২০২০ ইং
loading...
loading...
মনোমুগ্ধকর উপস্থাপন, শুভ কামনা অহর্নিশি।
loading...
অসংখ্য ধন্যবাদ………………
loading...
টাফ্ রোম্যান্টিক কবি ফারজানা শারমিন। অভিনন্দন জানবেন।
loading...
অসংখ্য ধন্যবাদ আপনাকে………………….
loading...
"আমার হাতের মেহেদী রঙে লুকিয়ে থাকে গভীর প্রেম তুমি তা অনুভব করতে পারো,"
— অনেক সুন্দর। মুগ্ধতা রইল।
loading...