সন্ধ্যাতারা………..
রাতের কার্নিশ বেয়ে প্রবল বেগে অভিমানে ছিটকে পড়েছে সন্ধ্যাতারা,
নির্লিপ্ত আঁধার বেয়ে নেমে আসে নক্ষত্রের আর্তনাদ,
যেন সুনশান নীরবতায় চারদিক
উড়ে যায় প্রেমের স্নিগ্ধ গাঙচিল
সুনীল আকাশে জেগে ওঠে ভালোবাসার পঙতিমালা,
নির্লিপ্ত মেঘের ভাঁজে লুকিয়ে থাকে গোপন
অভিমান,
না বলা কথার সাতকাহন,
সন্ধ্যাতারার কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলাম জানতে চেয়েছিলাম
ভালোবাসার অন্তরালে এ এক নিছক পুতুল খেলা,
কবিতার আকাশে আঁধার কালো মেঘ
হঠাৎ বৃষ্টি ঝরে অঝোর ধারায়,
সন্ধ্যাতারার তুমি কি তা জানো কেন এমন হয় ???
তোমার নামের মৌ মৌ ঘ্রাণে জেগে ওঠে তোলপাড় করা বৈষ্ণবীর প্রেম,
এলোমেলো হয়ে যায় ভেতরের শহরটা,
নিয়ন আলোয় দু চোখের গভীরে ভেসে ওঠে তোমার ঐ মায়াবী মুখ,
অনুভবে জেগে ওঠে মাদকতার মাতাল ঘ্রাণ,
নিখুঁত প্রেমের কারুকাজে অহর্নিশি ছুঁয়ে যাও তুমি এই মন প্রাণ,
কাছে যাওয়ার অভিপ্রায়ে বুকের ভাঁজে জেগে ওঠে এক নীলকণ্ঠ পাখি,
তোলপাড় সুখে ছুঁয়ে যায় গভীর আবেশে রাতের নির্লিপ্ত আঁধারে দুটি আঁখি,
পিছু ডেকে যাও নীরব ভাষাতে,
প্রণয়ের উষ্ণসুখে একফালি চাঁদ উঁকি মেরে প্রবেশ করে হৃদয়ের গহীনে,
পূর্ণিমার রুপালী আলোর স্পর্শে ছুঁয়ে যাও ভালোবাসার নিবিড় আলিঙ্গনে,
তোমার নামের মৌ মৌ ঘ্রাণে জেগে ওঠে তোলপাড় করা বৈষ্ণবীর প্রেম,
তবুও চেনা শহরটা আজ বড্ড অচেনা
জীবনের ব্যস্ততায় হাজারো রঙিন মেলায়
সময় ঘড়ি চলে যায় আপন গতিধারায়,
আরো একটা দিন চলে যাবে বলা হবেনা
আরো একটা রাত চলে যাবে তবুও কথা হবেনা
এক একটা মুহূর্ত চলে যাবে বলা হবেনা সে ব্যথা ছোঁয়া হবেনা মনের গভীরতা,
সন্ধ্যাতারা নির্বাক চাহনিতে জানিয়ে দিলো
সব প্রশ্নের উত্তর আজও অজানা,
ভালোবেসে অপরাধ করিনি তো আমি………..???
— ফারজানা শারমিন
৩০ – ০১ – ২০২০ ইং
loading...
loading...
নিয়ন আলোয় দু চোখের গভীরে ভেসে ওঠে তোমার ঐ মায়াবী মুখ,
অনুভবে জেগে ওঠে মাদকতার মাতাল ঘ্রাণ,
নিখুঁত প্রেমের কারুকাজে অহর্নিশি ছুঁয়ে যাও তুমি এই মন প্রাণ।
দারুণ কবি ফারজানা শারমিন। অভিনন্দন।
loading...
অসংখ্য ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছা জানবেন……………..
loading...
অসাধারণ লিখেছেন
loading...
অসংখ্য ধন্যবাদ………….
loading...
চমৎকার লিখেছেন শ্রদ্ধে।।।
শুভেচ্ছা জানবেন।।
loading...
অসংখ্য ধন্যবাদ……………
loading...
চলনসই লেখা।
loading...
অসংখ্য ধন্যবাদ……………
loading...
সন্ধ্যাতারার না বলা কথার সাতকাহনে ভালোবাসা কবি বোন ফারজানা শারমিন।
loading...
অসংখ্য ধন্যবাদ…………..
loading...