জীবনের বড় প্রাপ্তি তুমি...

জীবনের বড় প্রাপ্তি তুমি…..

আমার বিদায় বেলায় তোমার দু ফোটা চোখের জল
আমাকে দিশেহারা করে দেয়,
কেমন করে আমায় যেন ভাসিয়ে নিয়ে যায় দূর কোন অজানায়,
তুমি বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দাও কোন এক শ্রাবণ সন্ধ্যায় আমি হারিয়ে যাবো মেঠোপথের বাঁকে,
ঐ পাহাড়ি ঝর্ণা অতিক্রম করে চলে যাবো দূর বহুদূরে গোধুলীর সাঁঝে,
তুমি খুব করে খুঁজবে আমায় প্রথম রবির মাঝে,
আমি কখনো থাকবো বনো জোছনা হয়ে,
কখনো বা আলোর প্রজাপতি হয়ে ছুঁয়ে দেবো তোমায়
রাতভর ঝমঝম বৃষ্টি হয়ে স্পর্শ করবে তুমি
আমায় অতি আদরে,
শুধু জেনে রেখো তোমাকে পেয়েছি আমার জীবনে
পৃথিবীর যে কোন প্রাপ্তির চেয়ে অনেক অনেক বড় পাওয়া,
শুধু জেনে রেখো আমি প্রখর রৌদ্র নই তোমাকে পোড়াতে চাইনা,
আমি তোমার প্রথম শ্রাবণের এক ফোঁটা বৃষ্টি
ফাগুনের প্রথম ফোঁটা লাল কৃষ্ণচুড়া
নিশিথের জাফরানী মৌচাক,
তোমার প্রথম ছোঁয়া আলোর প্রজাপতি,
মৌ মৌ ঘ্রাণে জেগে ওঠা তোলপাড় করা বৈষ্ণবীর প্রেম,
স্রষ্টার শৈল্পিক হাতের অন্নপূর্ণা,
তোমার সিঁদুর সঙ্গিনী ইস্কাপনের বৌ………….

— ফারজানা শারমিন
২৬ – ০১ – ২০২০ ইং

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
জীবনের বড় প্রাপ্তি তুমি..., 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. দাউদুল ইসলাম : ২৭-০১-২০২০ | ২০:৩০ |

    ঐ পাহাড়ি ঝর্ণা অতিক্রম করে চলে যাবো দূর বহুদূরে গোঁধুলীর সাঁঝে,
    তুমি খুব করে খুঁজবে আমায় প্রথম রবির মাঝে,
    আমি কখনো থাকবো বনো জোছনা হয়ে,
    কখনো বা আলোর প্রজাপতি হয়ে ছুঁয়ে দেবো তোমায়
    রাতভর ঝমঝম বৃষ্টি হয়ে স্পর্শ করবে তুমি
    আমায় অতি আদরে,

     

    ভালো লাগল কবিতাটি

    ইনফেক্ট কেন জানি বুক টা মোচড় দিয়ে উঠলো

     

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ২৭-০১-২০২০ | ২০:৫০ |

    সৃজনী লেখা। নিপুন ভাবনা।

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ২৭-০১-২০২০ | ২১:০৩ |

    অনেক অনেক শুভেচ্ছা কবি ফারজানা শারমিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  4. ইসিয়াক : ২৮-০১-২০২০ | ১৩:০৩ |

    শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপু।

     

    GD Star Rating
    loading...
  5. মাহমুদুর রহমান : ২৯-০১-২০২০ | ১২:৪৭ |

    সুন্দর আবেগ আর আবেগ থেকে সুন্দর কবিতা। 

    GD Star Rating
    loading...