ভালোবেসে যাবো অনন্তকাল...

ভালোবেসে যাবো অনন্তকাল…………..

শত ব্যস্ততায় কাজে ফাঁকে যদি মনে পড়ে আমার কথা
নিরবে ঝড়ে পড়ে চোখের জল,
যদি প্রচন্ড কষ্টে ব্যথা জাগে বুকের ভিতর
তবে চোখ বন্ধ করে একবার তোমার বুকের বাঁ পাশে স্পর্শ করো,
আমাকে পাবে সেই হৃদস্পন্দনের মাঝে
যেখানে আমার আজন্ম বসবাস,
তোমাকে লিখতে গেলেই থেমে যায় আমার কলম
বিষন্নতায় ডুবে যাই আমি
তোমার স্মৃতি ভেসে আসে কল্পলোকে,
কখনো তোমায় দেখি কোন সাহিত্য আড্ডায় কবিতার স্মৃতি চারন,
কখনো বা দেখি তোমার নির্ঘুম রাত্রি জেগে কবিতা লিখন,
আমি কান পেতে শুনি তোমার কবিতা আবৃত্তি,
আমি থমকে যাই যখন চোখ বন্ধ করে শুনি শুকনো পাতায় তোমার একাকী পথে হেটে চলা,
আমি স্থির চোখে তাকিয়ে দেখি তোমায়
ঐ দুচোখে তাকিয়ে তোমার হৃদয় পড়েছিলাম সেদিন প্রথম দেখাতেই,
বাহিরটা যেমন পড়েছিলাম তেমন ভেতরটাও
তোমাকে আমি অন্য সবার থেকে বেশি চিনি হয়তো তোমাকে তোমার চেয়েও বেশি,
তোমার সুখ দু:খ তোমার প্রেম বিরহ তোমার চাওয়া পাওয়া সবটুকু,
সাতপাকে ঘুরে সিঁদুর সঙ্গী মেনে নিয়েছি সেই কবেই তোমাকে,
কল্পনায় তোমার হাতে সিঁদুর পড়িয়ে নিয়েছি,
সব সীমা অতিক্রম করে ভালোবেসেছি,
ভালোবেসে যাবো অনন্তকাল…………………

— ফারজানা শারমিন
২৩ – ১২ – ২০১৯ ইং

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৪ জন মন্তব্যকারী

  1. দাউদুল ইসলাম : ২৩-১২-২০১৯ | ১৬:৪৬ |

    আমি কান পেতে শুনি তোমার কবিতা আবৃত্তি,
    আমি থমকে যাই যখন চোখ বন্ধ করে শুনি শুকনো পাতায় তোমার একাকী পথে হেটে চলা,
    আমি স্থির চোখে তাকিয়ে দেখি তোমায়
    ঐ দুচোখে তাকিয়ে তোমার হৃদয় পড়েছিলাম সেদিন প্রথম দেখাতেই,

    ভালো লাগল কবিতাটি,
    অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই কবিকে।শুভ সন্ধ্যা 

    GD Star Rating
    loading...
  2. লক্ষ্মণ ভাণ্ডারী : ২৩-১২-২০১৯ | ১৮:১৮ |

    সুন্দর উপস্থাপনা। কাব্যিকতা অসাধারণ। বিষয়বস্তু খুব সুন্দর।
    কবিতা পাঠে মুগ্ধ হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
    শুভসন্ধ্যা ও জয়গুরু!

    GD Star Rating
    loading...
  3. ইসিয়াক : ২৩-১২-২০১৯ | ১৯:৩৮ |

    তোমার সুখ দু:খ তোমার প্রেম বিরহ তোমার চাওয়া পাওয়া সবটুকু,
    সাতপাকে ঘুরে সিঁদুর সঙ্গী মেনে নিয়েছি সেই কবেই তোমাকে,
    কল্পনায় তোমার হাতে সিঁদুর পড়িয়ে নিয়েছি,
    সব সীমা অতিক্রম করে ভালোবেসেছি,
    ভালোবেসে যাবো অনন্তকাল………………… 

    ভালো লাগলো্https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  4. মুরুব্বী : ২৯-১২-২০১৯ | ১৩:০০ |

    আমি কান পেতে শুনি তোমার কবিতা আবৃত্তি,
    আমি থমকে যাই যখন চোখ বন্ধ করে শুনি শুকনো পাতায় তোমার একাকী পথে হেটে চলা, আমি স্থির চোখে তাকিয়ে দেখি তোমায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...