সোনার বাংলা আজ কলঙ্কিত...

সোনালি স্বপ্নীল রঙিন ফানুসে এই সোনার বাংলায়
হবে কি আমাদের জীবন রঙিন সাজে ?
কলুষিত এই সমাজে বারেবারেই আমাদের স্বপ্ন ভাঙে,
এ কেমন সোনার বাংলাদেশ ?
এমনটাই কি চেয়েছিলেন বঙ্গবন্ধু ?
দাঁড়িয়ে আছি মৃত্যুর মুখোমুখি,
বলা যেতে পারে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে।

নষ্ট সমাজের নগ্নতার কদার্য্যে,
আজ জর্জরিত ক্ষত বিক্ষত রক্তাক্ত কঠিন নগ্ন অভিশাপে,
কুলাঙ্গারেরা দৃষ্টি দেয় সপে হিংস্রতা আর বাহুবলে,
তারা জয়ী হয় খুব সহজে,
সমাজ তাদের পারেনা আটকাতে।

আর কতো নারী তাদের সন্মান বিলিয়ে দিলে দেশ হবে রঞ্জিত ?
চিৎকারে আকাশ বাতাস হয়েছে কম্পিত,
তবুও ঐ পাষানের দল হয়নি লুন্ঠিত
ধর্ষন নিরবে সবাই করেছে দর্শন,
প্রতিবাদ করেনি কেউ, গলেনি কারো মন
সমাজ এখন কলঙ্কিত,
তবুও যে নারীরা এখনও জীবিত।

একাত্তরে যারা ধর্ষিতা হয়েছেন তারা উপাধি পেয়েছে বীরাঙ্গনা,
কিন্তু যে ধর্ষিত তাকে কলঙ্ক দেওয়া ছাড়া কোনো উপাধি দেওয়া মানা।
এ কেমন বাংলাদেশ ?
এমনটাই কি চেয়েছিলেন বঙ্গবন্ধু ?
দাঁড়িয়ে আছি মৃত্যুর মুখোমুখি,
বলা যেতে পারে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে।

নায্য আইন নারীরা পাবে কোন দেশে ?
ধিক্কার জানাই
সোনার বাংলা আজ কলঙ্কিত এই কুলাঙ্গারের নগ্ন দৃষ্টিতে,
হে পুরুষ সমাজ তোমরা কি পারোনা এই সমাজকে বাঁচাতে ?
এই নারী তোমাদের কারো মা, কারো বোন, কারো কন্যা, কারো স্ত্রী,
আর কতো নারী তাদের সন্মান বিলিয়ে দিলে দেশ হবে রঞ্জিত ?

— ফারজানা শারমিন
০৮ – ০৭ – ২০১৯ ইং

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৬ টি মন্তব্য (লেখকের ৬টি) | ১০ জন মন্তব্যকারী

  1. লক্ষ্মণ ভাণ্ডারী : ০৮-০৭-২০১৯ | ১৭:১০ |

    জেগে উঠুক দেশ। মৃত্যু হোক অরাজকতার।
    কলুষমুক্ত সমাজ গড়ে উঠুক। বাংলা নারীরা গর্জে উঠুক, স্বাধীনতা চাই।

    সুন্দর কাব্যিকতা মুগ্ধ হলাম।
    প্রিয়কবিকে অভিনন্দন জানাই।
    জয়গুরু!

    GD Star Rating
    loading...
  2. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৮-০৭-২০১৯ | ১৮:৩৫ |

    সোনার বাংলা আজ কলঙ্কিত এই কুলাঙ্গারের নগ্ন দৃষ্টিতে,
    হে পুরুষ সমাজ তোমরা কি পারোনা এই সমাজকে বাঁচাতে ?
    এই নারী তোমাদের কারো মা, কারো বোন, কারো কন্যা, কারো স্ত্রী,
    আর কতো নারী তাদের সন্মান বিলিয়ে দিলে দেশ হবে রঞ্জিত ?

     

    * ভাবতে অনেক কষ্ট হয়…

    GD Star Rating
    loading...
  3. সুমন আহমেদ : ০৮-০৭-২০১৯ | ২০:৫৫ |

    'কুলাঙ্গারেরা দৃষ্টি দেয় সপে হিংস্রতা আর বাহুবলে,
    সমাজ তাদের পারেনা আটকাতে।' 

    আর কতকাল এই অন্ধকার আমাদের ঘিরে থাকবে জানি না। Frown

    GD Star Rating
    loading...
  4. মুরুব্বী : ০৮-০৭-২০১৯ | ২১:৪০ |

    এমনটাই কি চেয়েছিলেন বঙ্গবন্ধু ?
    নায্য আইন নারীরা পাবে কোন দেশে ?
    ধিক্কার জানাই এই সব কুলাঙ্গারদের। কঠিনতর শান্তি ওদের পাওনা। Frown

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ০৮-০৭-২০১৯ | ২১:৪৯ |

    কলুষিত এই সমাজে বারেবারেই আমাদের স্বপ্ন ভাঙে,
    এ কেমন সোনার বাংলাদেশ ?
    এমনটাই কি চেয়েছিলেন বঙ্গবন্ধু ? Frown

    GD Star Rating
    loading...
  6. সৌমিত্র চক্রবর্তী : ০৮-০৭-২০১৯ | ২২:০৬ |

    আহা !! মহামারির মতো একি শুরু হলো বাংলাদেশে !! বিচার ব্যবস্থা দ্রুত করতে হবে।

    GD Star Rating
    loading...
  7. রুকশানা হক : ০৮-০৭-২০১৯ | ২২:৪১ |

    "একাত্তরে যারা ধর্ষিতা হয়েছেন তারা উপাধি পেয়েছে বীরাঙ্গনা,
    কিন্তু যে ধর্ষিত তাকে কলঙ্ক দেওয়া ছাড়া কোনো উপাধি দেওয়া মানা।"

     

    এ পৈশাচিকতার  শেষ কোথায়?  

    GD Star Rating
    loading...
    • ফারজানা শারমিন মৌসুমী : ১১-০৭-২০১৯ | ১৪:২৪ |

      সেতো এই পুরুষ শাষিত সমাজ জানে । অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে কবি………

      GD Star Rating
      loading...
  8. সাজিয়া আফরিন : ০৮-০৭-২০১৯ | ২২:৪৩ |

    হে পুরুষ সমাজ তোমরা কি পারোনা এই সমাজকে বাঁচাতে ? Frown

    GD Star Rating
    loading...
  9. শাকিলা তুবা : ০৮-০৭-২০১৯ | ২২:৫৫ |

    কী এক দুঃসময়ে অসহ্য এক সমাজে বসবাস করছি আমরা। Frown

    GD Star Rating
    loading...
  10. আবু সাঈদ আহমেদ : ০৮-০৭-২০১৯ | ২৩:২৭ |

    আমার এবং আমার সন্তানদের কোন নিরাপত্তা নেই। Frown

    GD Star Rating
    loading...