আজ এই পর্যন্তই থাক
তোমার হৃদয়ে আমার লেখা কবিতা জড়িয়ে যাক,
কিছু প্রেম কিছু ভালোবাসার ছোঁয়া,
কিছু কুয়াশায় ঢাকা কিছু নরম রোদে মাখা
জীবনের উঁচু নিচু অবুঝ ইচ্ছে গুলো,
আলোর প্রজাপতির মতো তোমায় ছুঁয়ে যাক ।
তোমার ওই চোখে রয়েছে এক প্রণয়ী ঢেউ
লোমেশ বুকের মাঝে রয়েছে কামনার তৃষ্ণা,
অমন করে তাকিয়ে থাকো কেন বলো তো ?
অযুত লক্ষ কোটিবার ভালোবেসেছি অবলীলায়,
মনেমনে একান্তে কতোখানি চেয়েছি তোমায়,
থমকে যাওয়া এই সময়
কথারা নির্বাক —
তবু কাছাকাছি থাকা আরও কিছুক্ষণ,
আর তুমিও শার্টের বোতাম খুলে দিয়ে বলেছিলে
দেখো এ বুকের সমস্ত জায়গাটাই তোমার ।
আমি শুধু তোমার নিঃশ্বাসটুকু টের পাই,
এই যেনো ছুঁয়ে গেলে আমার ভেজা চুলে,
পরক্ষণেই মনে হয় গোলাপের সুবাস নিয়ে জেগে ওঠা ভোর ।
দুজনের মাঝে গড়ে উঠতে চায় এক অদৃশ্য খুঁটি
জানিনা এ কেমন জলস্রোতের মায়ার লহর
আহ্ —
ভাসি আর ডুবি,
ডুবি আর ভাসি যেন পরস্পরের উপলব্ধি
এক প্রণয়ী ঢেউ……..
— ফারজানা শারমিন ( আলোর প্রজাপতি )
২৭ – ০৬ – ২০১৯ ইং
loading...
loading...
তোমার ওই চোখে রয়েছে এক প্রণয়ী ঢেউ
লোমেশ বুকের মাঝে রয়েছে কামনার তৃষ্ণা,
অমন করে তাকিয়ে থাকো কেন বলো তো ?
এমন সব কবিতার চরণ পৌঢ় এই বয়সেও রোমাঞ্চ জাগায় প্রিয় কবি। শুভমিতি।
loading...
অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন………….
loading...
ভাসি আর ডুবি,
ডুবি আর ভাসি যেন পরস্পরের উপলব্ধি ….. এক প্রণয়ী ঢেউ।
রোম্যান্টিক ঘরানার কবিতা শুভেচ্ছা কবি বোন ফারজানা শারমিন মৌসুমী।
loading...
অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন…………
loading...
রোম্যান্টিকতা মানুষের আয়ূষ্কাল বাড়িয়ে দেয় কবি। সুন্দর হয়েছে কবিতাটি।
loading...
অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন………..
loading...
অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন………,
loading...
বাহ দিদি ভাই। অসহ্য সুন্দর।
loading...
অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন……….
loading...
সুন্দর লিখেছেন আপা।
loading...
অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন………
loading...
জীবনের উঁচু নিচু অবুঝ ইচ্ছে গুলো,
আলোর প্রজাপতির মতো তোমায় ছুঁয়ে যাক।
loading...
অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন……….
loading...
রোমান্টিক, ছুঁয়ে গেলো আমার মনও
loading...
অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন……….
loading...
তুমি কার কবিতা প্রণয়ের কারিগর,
হৃদয়ের বসতে অসুখের বাড়িঘর?
আপনার কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা রইল।
loading...
অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা রইলো…………
loading...