কি আছে এমন,
কি দেখে ভালোবাসো আমায়, কেনো বলো তো ?
কি আছে আমার মধ্যে অমন করে
তাকিয়ে থাকো কেন বলো তো ?
অযুত লক্ষ কোটিবার ভালোবেসেছি অবলীলায়,
মনেমনে একান্তে কতোখানি চেয়েছি তোমায়,
থমকে যাওয়া এই সময়
কথারা নির্বাক —
তবু কাছাকাছি থাকা আরও কিছুক্ষণ,
আর তুমিও সেদিন শার্টের বোতাম খুলে দিয়ে বলেছিলে
দেখো এ বুকের সমস্ত জায়গাটাই তোমার।
আমি শুধু তোমার নি:শ্বাসটুকু টের পাই,
এই যেনো ছুঁয়ে গেলে আমার ভেজা চুলে,
পরক্ষণেই মনে হয় গোলাপের সুবাস নিয়ে জেগে ওঠা ভোর
শিশির ছুঁয়ে শুরু হয় ভালোবাসার এক রঙিন অধ্যায়…..
— ফারজানা শারমিন
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
খুব সুন্দর।
loading...
অনেক ধন্যবাদ ।
loading...
'পরক্ষণেই মনে হয় গোলাপের সুবাস নিয়ে জেগে ওঠা ভোর
শিশির ছুঁয়ে শুরু হয় ভালোবাসার এক রঙিন অধ্যায়…..'
আপনার কবিতার সরল অনুভূতি যে কোন পাঠককেই মুগ্ধ করে এবং করবে।
loading...
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি…………..
loading...
অযুত লক্ষ কোটিবার ভালোবেসেছি অবলীলায়। সরল সাধারণে আপনার কবিতা ভালো লাগে।
loading...
ধন্যবাদ আপনাকে…………
loading...
অভিনন্দন কবিবোন ফারজানা শারমিন মৌসুমী। ভালোবাসা।
loading...
ধন্যবাদ আপনাকে………..
loading...
অনেক সুন্দর হয়েছে কবিতাটি প্রিয় কবি দি।
loading...
ধন্যবাদ আপনাকে……….
loading...