আমিও হারিয়ে গিয়েছি চিরতরে
ইচ্ছে করেই হারিয়েছি
হৃদয়ের জানালার খিল এঁটে,
নিভৃতে হেসে কেঁদে
নিজের সুখদুঃখের বয়ান নিজের কাছেই রেখে
আমিও হারিয়ে গিয়েছি চিরতরে।
একা একা মরে গিয়ে বেঁচে থাকি
পর্দার আড়ালে জমে অভিমান রাশি রাশি,
এতো প্রেম সইতে পারিনি বলে
এতো দুঃখের ভার বইতে পারিনি বলে,
এতো অভিযোগ কইতে পারিনি বলে
আমিও হারিয়ে গিয়েছি চিরতরে,
অথচ চাইলেই ছুঁয়ে দিতে পারি এক আকাশ ভালোবাসা
কিন্তু আর ফিরবে না বলেই হারিয়েছি
জেনেশুনেই হারিয়েছি,
কারো কাছে কিছু দাবি না রেখেই হারিয়েছি,
নিজের স্বত্বা হারিয়ে ফেলেছি
ভুলেই গেছি আমিও কবি লিখতে পারি হাজারো কবিতা তোমায় নিয়ে,
ভুলেই গেছি প্রেম, প্রতিশোধ, ভালোবাসা,
ইচ্ছে করেই হারিয়েছি
হৃদয়ের জানালার খিল এঁটে,
নিভৃতে হেসে কেঁদে
নিজের সুখদুঃখের বয়ান নিজের কাছেই রেখে
হারিয়ে গিয়েছি চিরতরে।
যেমন একদিন তুমি বলেছিলে
আমি ঠিক তেমন করেই হারিয়ে গেছি
চিরকালের জন্য,
রঙধনুর সব রঙ আড়াল করে,
তোমাকে শূন্য করে আমিও হারিয়ে গিয়েছি চিরতরে…
— ফারজানা শারমিন
loading...
loading...
youtu.be/wYSiNLpHWSY
হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি
ফেরারী সুখের মতো পালিয়ে গেছো তুমি
জানি না কি দিয়ে কি নিয়ে গেছো তুমি
হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি।
শিল্পীঃ মিতালী মুখার্জী
কথা ও সুরঃ আলাউদ্দীন আলী।
loading...
গানটি খুব সুন্দর অনেক বার শুনেছি । ধন্যবাদ শুভেচ্ছা নিবেন । শুভ নববর্ষ ১৪২৬
loading...
সুন্দর হয়েছে কবি দিদি ভাই। আজাদ ভাইয়ের কমেন্টে গানটিও শুনলাম। আমার ভাল লেগেছে।
loading...
ধন্যবাদ । শুভেচ্ছা নিবেন । শুভ নববর্ষ ১৪২৬
loading...
এতো অভিযোগ কইতে পারিনি বলে
আমিও হারিয়ে গিয়েছি চিরতরে,
অথচ চাইলেই ছুঁয়ে দিতে পারি এক আকাশ ভালোবাসা।
নিজের পোস্ট ছাড়া অন্যের পোস্টে আপনার উপস্থিতি নেই বললেই চলে। কেন?
loading...
শুভেচ্ছা কবি ফারজানা মৌসুমী
loading...
ধন্যবাদ শুভেচ্ছা নিবেন । শুভ নববর্ষ ১৪২৬
loading...
পাঠকের মাঝে ফিরে আসুন কবি। অফুরান শুভকামনা।
loading...
ধন্যবাদ । শুভেচ্ছা নিবেন……..
loading...