হে সুপ্রিয় কবি,
.
হ্যাঁ বলো
.
আজ বিশ্ব কবিতা দিবস। আপনার কবিতা শোনাবেন নাহ ?
.
অবশ্যই শোনাবো।
.
কি কবিতা শুনবে বলো, কোনটা তোমার প্রিয় ?
.
আপনার লিখা সব কবিতাই আমার প্রিয়।
হ্যাঁ আপনি পাশে থাকলে, পৃথিবীর আর কোন সুখ চাইনা। কিন্তু আপনি মাঝে মাঝে হারিয়ে যান কেন ?
.
আর হারাবো না,
সাথে পাবে,
যখন মন চাইবে,
.
ইশ্
.
খুব খু্ব কাছে,
একেবারে নিঃশ্বাসেরও কাছে।
.
আমার বুক কাঁপছে কবি, ধমনীতে শ্বাস উঠানামা করছে,
.
ঠিক নিঃশ্বাসেরও কাছে এসো ছুঁয়ে দেই তোমার লাল টুকটুকে ঠোঁট, ছুঁয়ে দেই তোমার ধমনীর শিরা উপশিরা গুলো।
.
কিন্তু আপনি আর হারিয়ে যাবেন না তো ? আমি আপনাকে হারিয়ে যেতে দিবোনা। বেঁধে রাখবো আমার শাড়ীর আঁচলে।
.
আমাদের কবিতায় শুধুই আমরা দুজন।
.
হ্যাঁ, সব সময় আছি, থাকবো চিরকাল অনন্তহীন।
.
অন্তহীন শুভ কামনা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা।
.
আমার সব কবিতাই আপনাকে নিয়ে লিখা।
.
খেয়াল করে দেখো আমারও তাই। তোমার সাথে পরিচয় না হলে হয়তো কবি হয়ে ওঠা যেতো না।
.
সত্যি তাই ?
.
হ্যাঁ ঠিক তাই।
.
কবিতা গুলো পড়ো দেখলেই বুঝবে।
.
পড়ি, আপনার সব কবিতা পড়ি, কিন্তু মাঝে মাঝে মনে হয় অন্য কাউকে নিয়ে লিখেছেন হয়তো
.
এভাবে না ভাবলেই হলো।
.
ঠিক আছে আর ভাববোনা।
.
কোনটা তোমাকে নিয়ে সেটাও বুঝবে।
.
আচ্ছা এখন মন দিয়ে পরবো
.
আমাদের ভালোবাসা পবিত্র শুভ্র ভালোবাসা যা সবাই বাসতে পারে না।
.
হ্যাঁ এটা সত্যি যে, আপনাকে কখনো দেখিনি শুধু আপনার হৃদয়টা অনুভব করেছি, তবুও এতোটা ভালোবাসি।
.
হয়তো জীবনে কখনো দেখাই হবে না, তাতে কি মনের চোখে সর্বক্ষণ দৃশ্যমান আছো তুমি সেটা কম কি ?
.
এটা ঠিকই বলেছেন।
.
আমার দেখা পবিত্রতম সুন্দর একজোড়া চোখের অধিকারী তুমি, তোমার দুচোখে অপূর্ব এক মায়া, তোমার মনও অনুরূপ পবিত্র হতে বাধ্য বিধায় এত ভালো লাগে।
.
দেখা হবে, অবশ্যই। প্রিয় মানুষটারে নিজের চোখে দেখবো না এটা কেমন করে হয়, নিজের হাতে ছুঁয়ে দিবো তার লোমশ বুক, নিঃশ্বাসেরও খুব কাছে এসে ছুঁয়ে দিবো কামনারত ঠোঁট।
.
এমন চোখ পৃথিবীর কোথাও কারো আছে জানা নেই। তোমার মোকামে আমি যাবো গো বৈষ্ণবী গান বাঁধা ভোরে
আমাকে বাজিও তুমি শরীরী সেতারে।
.
আহ্ কবি, আপনাকে ভালোবেসে আজ আমি প্রণয়িনী।
.
নিরন্তর শুভকামনা ভালোবাসা। অনেক অনেক ভালো থেকো প্রিয় সুপ্রিয়।
.
আজ বিশ্ব কবিতা দিবসে আপনাকে প্রণাম কবি। শত সহস্র সালাম শ্রদ্ধা ও ভালোবাসা হে প্রাণের কবি হৃদয়ের বাদশাহ প্রেম আমার। আপনিও ভালো থাকুন।
— ফারজানা শারমিন
অদেখা প্রেম ( গদ্য কবিতা )
loading...
loading...
চমৎকার কথোপকথন প্রিয় কবি। বিশ্ব কবিতা দিবসের সাফল্য কামনা করছি।
loading...
অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন………
loading...
অভিনন্দন কবি বোন ফারজানা শারমিন মৌসুমী।
loading...
ধন্যবাদ , শুভেচ্ছা জানবেন…….
loading...
শুভেচ্ছা জানবেন কবি।
loading...
ধন্যবাদ ভালো থাকবেন………..
loading...
বাহ্। অভিনন্দন কবি দিদি ভাই।
loading...
Thanks a lot
loading...
সুন্দর।
loading...
thanks a lot
loading...