হৃদয়ের বিশাল আকাশটা আজ বড্ড শূন্য।
তোমার অপেক্ষায় আছি, কবে এসে পূর্ণতা দেবে তুমি ?
তুমি জানো না তোমাকে ছেড়ে থাকাটা কতটা কষ্টের,
তুমি কি বোঝোনা আমার নিরবতাটুকু যে শুধুই অভিমান। চায়ের চুমুকের সাথে কফি শপে বসে আনমনে ভাবনা গুলো ভাবছে জয়িতা।
বড্ড কষ্ট হয় তুমি কি বোঝোনা ?
হৃদপিণ্ডটা দুমড়ে মুচড়ে যায় নিরব বিষণ্নতায়। তোমার দেয়া প্রতিটি আঘাত যেন মৃত্যুর চেয়েও ভয়ংকর। তোমার বলা প্রতিটা বাক্য আমার দুচোখের অশ্রু ঝড়ায়। এতোটা নিষ্ঠুর হতে পারলে তুমি ?
তোমার মাত্রাতিরিক্ত ভালোবাসা যে আজ আমাকে অতি মাত্রায় একা করে দিয়েছে। তোমার শূন্যতা আমাকে বড্ড কষ্ট দেয় তবুও চাইবো ভালো থেকো তুমি…..
ওয়েটার এসে জিজ্ঞাসা করছে ম্যাডাম আর কিছু লাগবে ?
ভাবনার ভেতর থেকে বেড়িয়ে এলো জয়িতা।
এই কফি শপে শোভনের সাথে হাজার বার এসেছে সে, প্রতিদিন ক্লাস শেষে আড্ডা দিতো শোভনের সাথে। যখন তার কথা মনে পড়ে, খুব কষ্ট হয়। বেদনার রঙ নীল, পুরো নীল বেদনায় ভরে আছে হৃদয়ের সবটুকুই।
শুধু অনুভব করছি বুকের ভেতরের চাপা বর্ণহীন অনুভূতি আর একরাশ শুন্যতা ভাবছে জয়িতা। একদিন তুমিই কাছে এসেছিলে আর সেদিন আমি তোমায় ফিরিয়ে দেইনি। দুহাত জোর করে বলেছিলে ভালোবাসি জয়িতা, কিন্তু আজ তোমার হৃদয়ে আমার অস্তিত্ব বিলিন হয়ে গেছে……
শুনেছি মন থেকে ভালোবাসলে নাকি কাউকে ভোলা যায়না। তবে কি তুমি শুধুই অভিনয় করেছিলে ? আমাকে পাওয়ার জন্য, আমাকে পেয়ে গেছো তাই আজ এতো অবহেলা ?
সেদিন যখন উত্তর চেয়েছিলাম কেন করলে এমন ?
তুমি বলেছো সব কেন এর উত্তর হয়না।
আচ্ছা তোমরা ছেলেরা তো বলো যে মেয়েরা নাকি ভালোবাসতে জানে না। করে শুধু ছলনা, যদি জানতে তাহলে চিরকাল সযত্নে আগলে রাখতে। তোমার প্রতি আমার দুর্বলতাই এই অবহেলার কারণ……..!!
loading...
loading...
ভালো লাগলো
loading...
অনেক ধন্যবাদ………
loading...
দারুণ আবেদনময় এবং রোম্যান্টিক একটি লিখা। আপনি ভালো লিখেন।
loading...
অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানবেন মুরববী……….
loading...
জয়িতার জন্য মায়া লাগলো কবি দি। সব শোভনরাই মনে হয় এক রকম। ভাল লেখা।
loading...
হতে পরে, অনেক ধন্যবাদ কবি দি আপনাকে………
loading...
তোমার মাত্রাতিরিক্ত ভালোবাসা যে আজ আমাকে অতি মাত্রায় একা করে দিয়েছে। তোমার শূন্যতা আমাকে বড্ড কষ্ট দেয় তবুও চাইবো ভালো থেকো তুমি….. ।
মিছে প্রণয়।
loading...
ধন্যবাদ শুভেচ্ছা জানবেন………
loading...