টুকরো আমি

riaaa অনেকগুলো ছবি, অনেক গুলো দিন, অনেকগুলো সময় শুধু তোমাকে ঘিরে। যা শুধু আমার। যা কেউ নিতে পারবে না। জানি না এইসব মুহূর্ত তোমারও ছিলো কিনা। আমি কিন্তু মুহূর্তেই বাঁচি।

একরাশ ভিজে হাওয়া পাতা উলটে দিয়ে গেলো মনের অতীত অ্যালবামের। কতকিছু ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে ছোটবেলার খাতা, ছিঁড়ে গেছে পুতুলের জামা, ছিঁড়ে গেছে সেইসব ডায়েরি, যেখানে লুকিয়ে ছিলো আমার ভালোবাসার কথারা। ছিঁড়ে গেছে আমাদের একান্ত সময়। তাদের সমাধিস্থ করার পরে ছিঁড়ে গেছি সেই অভিমানী আমি।

জানি না কেন তোমার দিকেই চোখ? জানি না কেনো তোমার মনেই মন? কেনো যে তোমায় ভেবে ভেজে চোখের কোন! কয়েক কোটি জন্ম হতেও রাজি, কোনো জন্মে একবার যদি ডাকো!

এক বুক ভালোবাসা রেখেছি, যা শুধু তোমাকেই দিয়েছি। তোমাকেই দিতে চাই। রাতের আকাশে তারা গোনার সঙ্গে সঙ্গে কোটি কোটি টুকরো হয়ে ছড়িয়ে পড়ে রূপকথা মন। খুঁজে বেড়ায় কিছু অর্থহীন বেঁচে থাকার রসদ।

—————-
আঁকা: Ritika Dasgupta

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
টুকরো আমি, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-০৪-২০২৩ | ১৩:২৫ |

    একরাশ শুভ কামনা প্রিয় কবি রিয়া রিয়া। ভালো থাকুন সর্বদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...