তোমাকে শুধু একবার ছুঁতে চাই
শুধু একবার।
ওই দূরের পাহাড়ের মতো কতবার
আলতো ভাবে ছুঁয়েছি তোমায়।
বহুবার, বহুভাবে।
শুধু আমিই জানি, যখন তখন।
মন গুটিয়ে নিয়ে আবার ছড়িয়ে দিয়েছি
তোমার দিকেই।
নদীর বুক জুড়ে তোমার চলাচল।
তোমার নামেই চলে শ্বাস প্রশ্বাস।
তোমায় ছায়ায় বাঁচি, অবরে সবরে।
ছুঁয়ে যেতে চাই আরও গভীর থেকে গভীরে
মিশে যাবো বলে …
সেই আলোক বিন্দুতে, যেখানে অন্ধকারের শেষ।
রামধনু রং মেখে সাতটি তারা মিশে গেছে
আমার অস্তিত্বে। আমার চেতনায়।
তবু তুমি অধরাই থেকে গেছো।
শুধু একবার কাছে এসো, ছুঁয়ে দেখি
তারপর বৃন্দাবনে আলোর আভাস।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
তোমাকে চাই,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"সেই আলোক বিন্দুতে, যেখানে অন্ধকারের শেষ।
রামধনু রং মেখে সাতটি তারা মিশে গেছে
আমার অস্তিত্বে। আমার চেতনায়।
তবু তুমি অধরাই থেকে গেছো।"
loading...
কবির মনের কল্পনা কতই-না মধুর হয়! যা প্রকাশ হয় না ভাষাতে, তা প্রকাশ পায় কবির কবিতায়।
শুভকামনা থাকলো দিদি।
loading...
কবি রিয়া দিদি চমৎকার লাগছে
প্রতিক্ষণ ছুঁয়ে যাক
জল নদীর ঢেউ!
loading...