তোমার দুর্গা কাশের মাঠে,
শিশির মাখছে গায়
আমার দুর্গা পথের ধারে
খাবার খুঁটে খায়।
তোমার দুর্গা অকালবোধন,
হিমালয়ের মেয়ে
আমার দুর্গা শুয়ে আছে
একা কিচ্ছুটি না খেয়ে।
তোমার দুর্গা শপিং মলে,
পিৎজা হাটে ঘোরে
আমার দুর্গা ভিক্ষা করে
চৌ রাস্তার মোড়ে।
তোমার দুর্গা ডিস্কো থেক,
ফ্যাশন প্যারেড করে
আমার দুর্গা স্বামীর হাতে
লাঞ্ছনাতেই মরে।
তোমার দুর্গা হাসি খিলখিল
ভালোবাসায় ঘেরা
নখের আঁচড়ে আমার দুর্গার
কাপড় খানাই ছেঁড়া।
তোমার দুর্গা দশভূজা
সিংহবাহিনী রূপ
অত্যাচারে দুর্গা আমার
নির্বাক, নিশ্চুপ!
স্বপ্ন দেখি তোমার দুর্গা
আমার দুর্গা হবে!
আকাশ জুড়ে মাতবে শরৎ
আগমনী উৎসবে!!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
দুর্গা,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
স্বপ্ন দেখি তোমার দুর্গা
আমার দুর্গা হবে!
আকাশ জুড়ে মাতবে শরৎ
আগমনী উৎসবে!!
সুন্দর কবিতায় শুভকামনা প্রিয় কবি।
loading...
অনেক শুভেচ্ছা রইল কবি দিদি
loading...