মাঝেমধ্যে মনে হয় নিরপেক্ষ ব্যবচ্ছেদ হোক। সময়ের আবর্তনে মনের গলি বড় ক্লান্ত। আকাশ আজ উপচে পড়ছে। এক ফোঁটা-দু ফোঁটা, তারপর মুষলধারে আঙুল বেয়ে, চিবুক ছুঁয়ে, হাতের পাতায়।
একা একা বন্ধ ঘরে নিজের সঙ্গে তর্কে কখনো হেরে যাই, কখনো জয়ী। মাঝরাতে দেখি একটা একটা করে তারা জমায় আকাশ, কখনো আধখানা, কখনো বা পুরো চাঁদ অপেক্ষায় থাকে। কতকিছুই যে আবোল তাবোল ভেবে চলি! এই ভাবনাটুকুই সম্বল। মাঝেমধ্যে স্বপ্নগুলো কাছে টেনে মুহূর্তে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া মন্দ লাগে না।
আবার শব্দেরা যখন ছেড়ে যায়, ঠিক তখনই ইচ্ছে করেই নিজেকে আঁকড়ে ধরি। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় দাগ কাটে কাচ রঙা চোখে, সোঁদা গন্ধে ধুয়ে যায় চুল, সবুজ হাওয়া এসে মন টেনে নিয়ে যায় শরীরের আবরণ ফেলে কোনো কাশবনে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
বৃষ্টি ভেজা শব্দেরা,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সবুজ হাওয়া এসে মন টেনে নিয়ে যায় শরীরের আবরণ ফেলে কোনো কাশবনে।
loading...
সুন্দর- সুন্দর হোক আগামী শরতের দিনগুলো কবি দিদি
loading...