চিঠি

143129359_40028

জানিস চিঠি আমার বড্ডো প্রিয় আজও। যদিও জানি সমস্ত প্রিয় জিনিস, প্রিয় সম্পর্ক হাতের মুঠি থেকে বেরিয়ে গেছে। একা দাঁড়িয়ে থাকি আর তাদের চলে যাওয়া দেখি। তবুও এই আধো আলো ভোরে, মনে মনে চিঠি লিখি তোকে। তোকেই ইচ্ছে করে লিখতে। ভীষণ ইচ্ছে এই চিঠি খুঁজে পেতে হাওয়ার নদী পথ সাঁতরিয়ে শুধু যাক তোর কাছে। অন্তত এই চিঠি পাক তোর ছোঁয়া। আমার এই এলোমেলো আবদারে আলো বেশে ভালোবেসে কাছে টেনে নিস এইতো, এইটুকুই তো চাওয়া। আর আমার চোখ আঁকুক জলছবি মনে মনে।

যখন হঠাৎ ঝড়ে গুটিয়ে নিই নিজেকে, তুই এলে একরাশ রামধনু রোদ হয়ে। ফুলে ফুলে ভরে গেলো চারপাশ। গুঁড়ো গুঁড়ো মেঘ চুরি করে রাখি তোর জন্য। এক বুক সকাল যদি পাই, জড়ো করে নেবো এক মাঠ কাশ ফুল।পূর্ণিমার রাতে চাঁদ থেকে চুঁয়ে পড়ে দুধ নদী পেরিয়ে স্বপ্নদেখা তারা গুনি। আমার হাত রেখে দেখ দেখি। এ হাত বড় জেদি, ছাড়বোনা, বুঝে নিস ছোঁয়াতে।
ছোঁয়াছুঁয়ি-কানামাছি, কুমির ডাঙ্গা বিকেল। কত দিন হয়ে গেল,খেলি না। দূর থেকে ডাক আসে ঝিরঝির জলনদী মেঘেদের, আয় আজ ভিজে যাই দুজনেই। এই সব ফোঁটা ফোঁটা রঙের আদর শুধু থাক তোর আর আমার। এই স্নিগ্ধ সকাল থেকে গাঢ় নীল সন্ধ্যেতে আলো মেখে, ভালো থাক তুই।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
চিঠি, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-০১-২০২১ | ১১:১৭ |

    প্রচ্ছদ এবং শব্দ বাণী'র অসাধারণ প্রকাশ। অভিনন্দন কবি রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৮-০১-২০২১ | ২০:০৬ |

      অনেক ধন্যবাদ জানবেন বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...
  2. নিতাই বাবু : ২৯-০১-২০২১ | ১৮:১৫ |

    অনেকদিন পর আমার প্রিয় শ্রদ্ধেয় কবি রিয়া দিদির একটা কবিতা পড়লাম। ভালো লিখেছেন, দিদি।

    GD Star Rating
    loading...