রূপকথা
ভেঙে যাওয়া, পচে যাওয়া, পঙ্গু হয়ে যাওয়া ইচ্ছে, স্বপ্নগুলোকে আজ টুকরো করবো।
….. তারপর কি করবি ওগুলো দিয়ে?
….. একটু ভাবি, ভেবে বলছি।
….. আচ্ছা বেশ ভাব।
….. ভেবেছি ভেবেছি, ওই টুকরো টুকরো ইচ্ছে, স্বপ্নগুলোকে রঙের বিন্যাসে ভাগ করবো।
….. তারপর।
….. তারপর আমার মনের বিভিন্ন কুলুঙ্গীতে সাজিয়ে রাখবো তাদের।
…… তারপর!
… তারপর যে রং টা আমার সবথেকে প্রিয়, সেই রঙের স্বপ্নটাকে উড়িয়ে দেবো নীল আকাশে। তাকে কিছুতেই পঙ্গু হতে দেবো না।
…. হলো না একেবারে মিলল না কিছু
…. নাইবা মিলল। আচ্ছা সব অঙ্কই কি মেলে? সব হিসেবে কি শেষে মিলে যায়?
…. বুঝেছি তারপর বল
…. তারপর স্কেল, কম্পাস, দিয়ে মেপে আমার জন্য একটা গর্ত বানাবো। যেখানে আমার আমি খুঁজে নেবে শান্তির ঘুম।
_________
রিয়া চক্রবর্তী।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
নাইবা মিলল। আচ্ছা সব অঙ্কই কি মেলে? সব হিসেবে কি শেষে মিলে যায়?
loading...
ধন্যবাদ প্রিয় বন্ধু।
loading...
শেষ লাইনের আগের লাইনটাতেও বুঝতে পারিনি কী দারুণ কিছু দিয়ে লেখাটা শেষ হচ্ছে! লেখাটার স্বাদ মনে লেগে রইলো!
loading...
অনুপ্রাণিত হলাম প্রিয় মিড দা।
loading...
অসাধারণ কবি রিয়া চক্রবর্তী।
loading...
খুশি হলাম কবি সুমন আহমেদ।
loading...
""নাইবা মিলল। আচ্ছা সব অঙ্কই কি মেলে? সব হিসেবে কি শেষে মিলে যায়?"
অনেক হিসেবই তো অমিল থেকে যায় । মৃত্যুর মতো কিছু কঠিন হিসেব অবশ্য সহজেই মিলে যায়। দারুণ অনুভূতির শৈল্পিক প্রকাশ।
loading...
খুশি হলাম কবি দি।
loading...
সুন্দর কবিতা।
loading...
ধন্যবাদ কবি শাকিলা তুবা।
loading...
সংলাপগুলো জীবন থেকে নেয়া । শুভকামনা কবিকে।
loading...
শুভেচ্ছা আপনাকেও কবি ফারুক ওমর দা।
loading...
এই নশ্বর ভবসংসারে যাকিছু আছে, সবই অনিশ্চিত ! একমাত্র জীবের মৃত্যুই নিশ্চিত!
তাই একদিন সবাই চিরনিদ্রায় শায়িত হবো। আমার যাবার সময় হলো, দাও বিদায়!
loading...
সত্য বলেছেন। হঠাৎ বিদায়ের সুর কেন কবি দা।
loading...
অনেক অনেক ভালো লাগলো,,
শ্রদ্ধেয় কবি দি শুভেচ্ছা জানবেন,,,,
loading...
ধন্যবাদ প্রিয় কবি সুজন দা।
loading...
জীবনের চমৎকার একটা থিম দাঁড় করিয়েছেন কবি দিদি ভাই। অসাধারণ …..
…. নাইবা মিলল ।আচ্ছা সব অঙ্কই কি মেলে ?সব হিসেবে কি শেষে মিলে যায়?
loading...
সব হিসাব মেলে না কবি দি। মনকে শান্তনা দিই।
loading...