শুভ জন্মদিন হে মহাকবি...

শুভ জন্মদিন হে মহাকবি…

প্রথমে আসাদ নামে কবিতা লিখতেন, পরে গালিব নাম ধারণ করেন। ১১ বছর বয়স থেকে ফার্সি ও উর্দু ভাষায় গজল লিখেছেন। ভারতের উর্দু কবিদের অন্যতম শিরোমণি। জন্ম আগ্রায়। দিল্লিতে স্থায়ী বসবাস। শেষদিকে বাহাদুর শাহ জাফরের সভাকবি ছিলেন। প্রেম, বিশ্বাস, সুর, সুরা, অবক্ষয়, হাহাকার, জরা প্রভৃতি তাঁর কবিতায় সার্থক রূপায়ণ করেছেন। মৃত্যু নিঃসঙ্গ করুণভাবে দিল্লিতেই। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘দিওয়ানে গালিব’। দাস্তাম্বু’ তাঁর সিপাহি বিপ্লবের রোজনামচা নির্ভর একটি ঐতিহাসিক গ্রন্থ। আমি এমনি এমনিই তাঁর প্রেমে বিভোর নই, তাঁর শের, শায়েরী, গজল এইসব পড়লে, আমি নিশ্চিত আপনারাও তাঁকে ভালোবেসে ফেলবেন। আজ এই ঈশ্বরের জন্মদিন। তাঁর কিছু শায়েরী …

১. হ্যায় অউর ভি দুনিয়া মে সুখনবর বহত আচ্ছে,
ক্যহতে হ্যায় কি গালিব কা হ্যায় আন্দাজ-এ বায়াঁ অউর,

২. আদায়ে খবাস সে গালিব হুয়া হ্যায় মুখ্তসর,
সালায়ে আ-ম হ্যায় ইয়ারা-এ নুক্তা দাঁ কে লিয়ে!

৩. ইয়ে মাসায়িল-এ তাসাউফ ইয়ে তেরা বায়াঁ গালিব,
তুঝে হাম ওলি সামাঝতে জো না বাদাখবার হোতা,

৪. হাথো কে লাকিড়োঁ পে মত্ যা এ গালীব ,
নসীব উনকে ভী হোতে হয়্ জিনকে হাত নেহি হোতে।

৫. গালীব শরাব পীনে দে মসজিদ মে বৈঠ কর,
ইয়া ওহ জগাহ বাতা জাহাঁ খুদা নেহি।

৬. হাজারোঁ খোয়াইশ এ্যয়সে কে হর খোয়াইশপে দম নিকলে,
বহত নিকলে মেরে আরমাঁন লেকিন ফির ভি কম নিকলে!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-১২-২০১৮ | ২২:১৩ |

    শুভ জন্মদিন হে মহাকবি… বেঁচে থাকুন পাঠক হৃদয়ে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    য়্য রব, বোহ্ নহ্ সমঝে হেঁ,
    নহ্ সমঝেগে মেরী বাত
    দে অওর দিল উন-কো
    জো নহ্ দে মুঝ-কো জবাঁ অওর।

    অনুবাদ:

    হায় খোদা সে বোঝেইনি যে,
    বুঝবে তারও নেই তো আশা
    আর একটা মন দাও তাকে, নয়
    আমাকে দাও অন্য ভাষা।

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৯-১২-২০১৮ | ২১:৪০ |

      অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  2. খন্দকার ইসলাম : ২৯-১২-২০১৮ | ৬:৩৬ |

    শুভ জন্মদিনে,তার কাব্য পান্ডিত্যের প্রতি শ্রদ্ধা অনেক অনেক ।
    তার শেরগুলো ইউনিভার্সিটি জীবনে ব্যাকপ্যাকেই থাকতো সব সময় ।

    রিয়াদি, অনেক সুন্দর লেখায় ভালোলাগা । 

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৯-১২-২০১৮ | ২১:৪২ |

      মন্তব্যে অনুপ্রাণিত হলাম কবি ইসলাম দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  3. খেয়ালী মন : ২৯-১২-২০১৮ | ১৪:০৯ |

    ১. ইয়ে ন্য থি হ্যমারি কিসমত কে ভিসাল ইয়ার হোতা আগর অওর জিতে রাহেত ইয়েহি ইনেতজার হোতা \

    এ ছিল না আমার কিসমত, বন্ধুকে পাব মিলনে
    বহুকাল বেঁচে থাকলে প্রতীক্ষাই সার এ জীবনে।

    ২. চুপকে চুপকে মুঝকো রোতে দেখ্ পাতা হ্যয় অ্যগ্যর হ্যঁসকে ক্যরতে হ্যয় ব্যয়ান্-এ শওখি-এ গুফ্তার-এ দোস্ত

    চুপি চুপি এসে যদি কেউ দেখতে আসে আমার কান্না দেখবে হাসতে হাসতে বয়ান করছি নানা ছলনা।

    ৩. ইয়া র্যব ওয়োহ্ ন্য স্যমঝা হ্যয় ন্য স্যমঝেঙ্গে মেরি বাত দে অওর দিল্ উনেকা জো ন্য দে মুঝকো জঁবা অওর।

    হে রব, আমাকে বোঝেনি সে, কোনো দিনও বুঝবে না তার হূদয়কে কোরো আরও প্রশস্ত, আমাকে ভাষা দিয়ো না।

    ৪. ঈশ্ক্ প্যর জোর নেহি হ্যয় ওয়োহ আতশ গালিব কে ল্যগায়ে ন্য লাগে অওর বুঝায়ে না ব্যনে

    ঈশ্ক্-এ খাটবে না কোনো জোর, এ যে জ্বলন্ত আগুন, গালিব জ্বলবে না জ্বালালেই নিভবে না কোনো দিন নেভালেও।

    ৫. এক এক ক্যতরেকা মুঝে দেনা প্যড়া হিসাবে খুনে জিগার ব্যদিয়্যত-এ-মিজগ্ন্-এ ইয়ার থা

    দিয়েছি হিসাব আমি একটি একটি করে শোনিত বিন্দু জিগ্যরের আঁখি পল্লবে জিম্মি মোর হূদয় সিন্ধু।

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ০৫-০১-২০১৯ | ২২:২৩ |

      অনেক ধন্যবাদ প্রিয় মন দা। মন শান্ত হলে ব্লগে নিয়মিত হলে বেশী ভাল লাগবে। আদাব। Smile

      GD Star Rating
      loading...
  4. নাজমুন : ৩০-১২-২০১৮ | ১৮:০৫ |

    ভালো লাগছে পোস্ট । গালিব আমারো প্রিয় কবি । 

    ভালো থেকো রিয়া । 

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ০৫-০১-২০১৯ | ২২:২৪ |

      খুশি হলাম প্রিয় কবি দি। Smile ধন্যবাদ।

      GD Star Rating
      loading...
  5. অর্ক : ৩১-১২-২০১৮ | ২২:২১ |

    ভালো লাগলো। যদিও শের শায়েরি ছন্দ অন্ত্যমিল আমার ঠিক তেমন পছন্দ নয়। আমি পুরোদস্তুর আধুনিক। উল্লেখিত শেরগুলো প্রবাদ প্রবচনের মতো সত্য শাশ্বত যেন। সত্যি ঐশ্বরিক প্রতিভা নিয়ে জন্মেছিলেন তিনি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 

     

    আপনাকে অনেক ধন্যবাদ। ভালো কাটুক দরজার কড়া নাড় নতুন বছর। ঢের শুভেচ্ছা।      

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ০৫-০১-২০১৯ | ২২:২৫ |

      নতুন বছরের শুভেচ্ছা কবি অর্ক দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...