ঘুম
কতকাল হয়ে গেল ঘুমোইনি। একটা শান্তির ঘুম। মাথায় বড় যন্ত্রণা আজকাল। তাই আমি যখন তখন দূরে চলে যাই; মনে মনে। এই একটা কাজ খুব ভালো পারি। এই আছি, এই নেই হয়ে যেতে পারি এক্ষুনি-তক্ষুনি। তবে ফিরে আসতেই হয়, সময় যে ধরে আনে বার বার। আর ওমনি যন্ত্রণাগুলোও ছড়িয়ে পড়ে শিরায় শিরায় স্নায়ুতে স্নায়ুতে। মুক্তি কথাটার মানে এখন ঠিকঠাক বুঝি। তাই মাঝে মাঝে কার্ণিশে পা দিয়ে দাঁড়াই। কি সুন্দর হাওয়া খেলে পায়ের নিচে, লোভ হয় খুব। লোভ আরও অনেক কিছুর প্রতি জাগে। এই যে এই সময়, এই নির্মেদ সময়, মনে হয় নেশার মতন ঘোর লাগা। এই সময়ের বড় বেশি লোভ, অনেক অনেক চাঁদ এনে দেওয়া প্রতিশ্রুতিময় ভালোবাসার চেয়েও।
ভালোবাসা!
ভালোবাসা ঠিক কি বোঝাই হলো না ভালো করে। মাঝেমধ্যে খুব ইচ্ছে হয় ভালোবাসতে, ভালোবাসা পেতে, শান্ত-নরম-গভীর-আস্ফালনহীন-নিস্তব্ধ অথচ দৃঢ়। আমি কিন্তু আমাকে খুব ভালোবাসি। এই চারপাশের গাছ, পাখি, আলো, অন্ধকার, আর যা যা কিছু আছে খানিকটা দূরে সেখানেও ভালোবাসা আছে। ভালোবাসি তাদেরকেও।
দূর!
দূর বলতে কতদূরে বলত? ঠিক কতদূরে, অনেকটা দূরে কি? স্বপ্নের সেই গাছটা, যেখানটাতে আকাশ চিরে দেয়, তার থেকেও কি দূরে? মাঝে মাঝে স্বপ্নে চুপচাপ শুয়ে থাকি সে গাছের ওমের ভেতরে, তাকিয়ে দেখি ঝিরঝিরে হাওয়ায় আলো আঁকে আবছা ছবি। ঠিক তক্ষুণি সে গাছটাকেও ভালোবেসে ফেলি। স্বপ্ন পেরিয়ে আসার পরেও বুকের কুঠুরিগুলোতে চুপ করে থাকে বেঁচে থাকা। কিংবা সে নদীটা, যাকে খুঁজেছি গতজন্মের স্বপ্নে, অথচ এখনও পাইনি, তাকেও তো ভালোবাসি। কখনও কখনও এইসব কিছু অসহ্য হয়ে ওঠে, মনে হয় আগুন জ্বেলে ছাই হয়ে যাই।
আগুন!
আগুনেতো শুধু নিজেকেই পোড়াতে চেয়েছি। তবু কেন আমারই এই সব কিছু অসহ্য ? দাদু বলতেন, “আত্মাকে কষ্ট দিওনা কখনও”। আত্মা কে তা জানি না,তবে আত্মাকে কি ভালোবাসতে ভুল হয়ে গেল? একটু একটু করে মুছে গেছে চাওয়া,সব স্বপ্ন। তিল তিল করে জমানো অভিমান জমে আজ পাহাড়। একদিন ভোর এসে রেখে গেছে একটুকরো মেঘ। মুখ ঘুরিয়ে আবার প্রাণপণে স্বপ্নের কাছে গেছি, যদি স্বপ্নগুলো ভুল করেও ডানা মেলে দেয় । নাহ, সে আর হবার নয়। আমি তাই চুপ থেকে আরো বেশি নিস্তব্ধতায় ডুবি। আলো চেয়েছিলাম, যাতে ভুলে থাকি আমার আঁধার। বেশ তবে, অন্ধকার গাঢ় হয়ে আসুক।
loading...
loading...
অসাধারণ এক অনুভূতির প্রকাশ। লিখাটি পড়ে মুগ্ধ হতেই হয়। এক কথায় ভালো লিখেছেন। অভিনন্দন কবিবন্ধু রিয়া রিয়া। সর্বদা সুন্দর থাকুন এই প্রত্যাশা।
loading...
আপনার মন্তব্যে যারপরনাই আনন্দিত হলাম প্রিয় বন্ধু। শুভ দুপুর।
loading...
প্রতিটি প্যারায় জীবনের কথা। মিলিয়ে নিলাম কবি রিয়া রিয়া।
loading...
ধন্যবাদ কবি সুমন দা।
loading...
ঘুম

ভালোবাসা
দূর
আগুন
সবগুলি সুন্দর করে লিখেছেন। অল্প কথায় অনেক কিছু বুঝিয়েছেন। অনুভবে এলো অনেক কিছু। প্রতিটিই এক একটি অণুগল্প। খুব ভালো লাগলো দিদি। শুভেচ্ছা…
loading...
ধন্যবাদ প্রিয় গল্প দা।
loading...
মাঝেমধ্যে খুব ইচ্ছে হয় ভালোবাসতে, ভালোবাসা পেতে, শান্ত-নরম-গভীর-আস্ফালনহীন-নিস্তব্ধ অথচ দৃঢ়।
* অসাধারণ প্রকাশ প্রিয় কবি দি>>> অভিভূত!


loading...
ধন্যবাদ প্রিয় কবি দা।
loading...
আমারও প্রায়ই এই আছি এই নেই অবস্থা হয়। আর তখন, সময় আবার ফিরিয়ে নিয়ে আসে।
এই যান্ত্রিক সময়েত অনুভূতিগুলো মিলে গেল।
loading...
অনুপ্রাণিত হলাম আনু দা।
loading...
ভালো রাইটআপ। একেকটি ইস্যু চমৎকার এসেছে।
loading...
আপনার লেখা পড়ে এলাম গল্প দা। আপনি জিনিয়াস।
loading...
সুন্দরতম উপস্থাপনা। শব্দ ও ভাষাপ্রয়োগে সার্বিক মান অতি উন্নতমানের।
সুন্দর লিখেছেন। পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
সাথে থাকুন, পাশে রাখুন.
জয়গুুরু!
loading...
সাথে থাকুন, পাশে রাখুন. জয়গুরু কবি দা!
loading...
বিমুগ্ধতা কবি রিয়া রিয়া।
loading...
কৃতজ্ঞতা কবি শাকিলা তুবা দি।
loading...
জীবনের ছোট ছোট অংশ…..
ঘুম
ভালোবাসা
দূর
আগুন
খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি রিয়া দি''ভাই।শুভ কামনা।
loading...
ধন্যবাদ প্রিয় কবি রানু দি।
loading...
দিদি খুব ভালো লিখেন।
loading...
ধন্যবাদ আপনাকে।
loading...