চিঠি

প্রিয় মন,

জানিস তো চিঠি আমার বড্ডো প্রিয় আজও। যদিও জানি সমস্ত প্রিয় জিনিস, প্রিয় মানুষ হাতের মুঠি থেকে বেরিয়ে গেছে তাদের পছন্দ মতো। একা আমি দাঁড়িয়ে থাকি আর তাদের চলে যাওয়া দেখি। তবুও এই আধো আলো ভোরে, মনে মনে চিঠি লিখি তোকে। তোকেই ইচ্ছে করে লিখতে। ভীষণ ইচ্ছে এই চিঠি খুঁজে পেতে হাওয়ার নদী পথ সাঁতরিয়ে শুধু যাক তোর কাছে। অন্তত এই চিঠি পাক তোর ছোঁয়া। আমার এই এলোমেলো আবদারে আলো বেশে ভালোবেসে কাছে টেনে নিস এইতো, এইটুকুই তো চাওয়া। আর আমার চোখ আঁকুক জলছবি মনে মনে।

হঠাৎ ঝড়ে উঠলে গুটিয়ে নিই নিজেকে, তবুও একরাশ রামধনু রোদ হয়ে আসে। বর্ষায় ঝিমঝিম গুঁড়ো গুঁড়ো মেঘ চুরি করে রাখি তোর জন্য। আয় একবার তুই, একবার আয়, দেখি তোকে, ছুঁই তোকে। একটা শরতের সকাল যদি পাই, জড়ো করে নেবো এক মাঠ কাশ ফুল। পূর্ণিমার রাতে চাঁদ থেকে চুঁয়ে পড়ে দুধ নদী সাঁতরিয়ে আবার স্বপ্নদেখি, তারা গুনি। মন শুধু আমার হাতে হাত রেখে দেখ দেখি। এ হাত বড় জেদি, ছাড়বোনা, বুঝে নিস ছোঁয়াতে।

ছোঁয়াছুঁয়ি-কানামাছি, কুমির ডাঙ্গা বিকেল, কত দিন হয়ে গেল, খেলি না। দূর থেকে ডাক আসে ঝিরঝির জলনদী মেঘেদের, আয় তুই, আজ ভিজে যাই দুজনেই। বৃষ্টিরা বড়বেশি আপন আমার। এইটুকু, এই সব ফোঁটা ফোঁটা জল-আদর শুধু থাক আমারই। এই স্নিগ্ধ সকাল থেকে গাঢ় নীল সন্ধ্যেতে আলো মেখে, ভালো থাক তুই।

জানিস মন এখন টুপটাপ শব্দ বাতাসে। আর আমি কান পেতে নিঃশ্বাস বন্ধ করে শুনতে চেষ্টা করছি, যদি তোকে কিছুটা হলেও শোনা যায়। বড় বেশি ভেজা চারপাশ। শব্দেরা তরঙ্গে তরঙ্গে তবু খেলে যায় লুকোচুরি। আমার আঙুলের ডগা বেয়ে ছুঁয়ে যায় চোখ। মনে পড়ে এমনই কোনো দিন আর দাদুর পাশে চুপটি করে বসে। মন দিয়ে শোনা রূপকথার গল্প। রাজকুমার আর রাজকুমারীর দুঃখ ব্যাথার। শুনতে শুনতে কখন যে কল্পনার পথে পথে পাড়ি দিতাম, অনেক অনেক দূরে চলে যেতাম, আমার পরিচিত লোকালয় ছেড়ে। আজ সেই রূপকথা হারিয়েছি।

সুতো কেটে উড়ে গেছে স্বপ্নের ঘুড়ি। একা আজ আমি সবার মাঝে। এখন আর দাদুর পাশে বসা নেই। দাদু আজ নেই। নেই সেই রূপকথা। তবু আজও আছে সেই, পাতা ভেজানো, মন খারাপ করা বৃষ্টি গুড়ি গুড়ি। তখন আমি তোকে দেখি, মনে মনে, আলতো আড়াল রেখে। মনে মনে তোর চোখে চোখ রেখে হারিয়ে যাই বহুদূর। তোকে দেখি আর রোজ রোজ ভাবি, পুড়ে যেতে বড় বুঝি সুখ! একটু একটু করে অন্যরকম হয়ে যায় সময়।

এই ভেজা ভেজা দিন, এই সব নিয়ে চলি আমি আমার পথ। স্বপ্নে তো রোজই আসিস, বাস্তবে যেদিন আসবি একখানা পাতা আনিস লুকিয়ে। আমি নেবো এক মুঠো রঙ। পাতা হয়ে যাবে নৌকো, জলে রঙ জমে রামধনু। রামধনু যেই হবে মেঘ, পাতার নৌকো জলে ভাসিয়ে দেবো দুজনেই। তোর পাতা আমার রং নাহয় থাকুক এক সাথে, পথ চলুক হাতে হাত রেখে। আলো হয়ে-ভালো থাক তুই।

রাতের তারাদের বুনে বুনে তোকে দেবো ঝিলিমিলি রুমাল, জড়িমড়ি করে রেখে দিস পকেটে। বর্ষার জোলো হাওয়া ছুঁয়ে যাক আমাকে। আয় তুই একবার স্বপ্ন দেখি দুজনেই, সুদিনের, সেদিনের। তুই শুধু আলো মেখে ভালো থাক, ভালো রাখ, ভালো ভাব, আর একটু ভালোবাস আমায়। নিষ্পাপের অভিমানে, ভালো থাকিস তুই।

ইতি
তোর শ্রাবণ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০৮-২০১৮ | ১৯:০৭ |

    'যদি তোকে কিছুটা হলেও শোনা যায়। বড় বেশি ভেজা চারপাশ। শব্দেরা তরঙ্গে তরঙ্গে তবু খেলে যায় লুকোচুরি। আমার আঙুলের ডগা বেয়ে ছুঁয়ে যায় চোখ।' অসাধারন।

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২০-০৮-২০১৮ | ১৪:৫৯ |

      অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  2. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১৯-০৮-২০১৮ | ১৯:৫৯ |

    * রচনার মান অসাধারণ … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    চিঠি আমারও  বড্ড প্রিয় কিন্তু উল্লেখ করার মত চিঠি পাইনি কখনো। যাদের চিঠি পেলে ভালো লাগতো তাদের বেশিরভাগ সময় কাছে পেয়েছি। যখন চলে গিয়েছে অনেক দূরে চলে গিয়েছে।

    কবি দি, ভাল থাকুন নিরন্তর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২০-০৮-২০১৮ | ১৫:০১ |

      চিঠি আমাদের জীবন থেকে হারিয়ে গেলো কবি দা। শুধু মনের সাথে গুনগুন।

      GD Star Rating
      loading...
  3. মিড ডে ডেজারট : ১৯-০৮-২০১৮ | ২১:১৬ |

    পরিবর্তনগুলো হঠাৎ করেই ঘটে গেছে। রাজকুমার-রজকুমারীর গল্প শুনে ঘুমিয়ে পড়া, কানামাছি-ছোঁয়াছুঁয়ি সবকিছুতেই প্রাণ ছিল; প্রাণের ছিল। টুয়েলভ ক্লাস পাস করে যখন হস্টেলবাসী হলাম তখনই চিঠি লিখার অবারিত সুযোগ পেলাম। কিন্তু বুঝতে পারিনি যে নিকট ভবিষ্যতে “চিঠি লিখালিখি”র অকাল মৃত্যু হবে!

    প্রাণের কাছে প্রযুক্তি এসে যতোই বাঁধ সাধুক না কেন সুযোগ পেলেই তো আমরা সবাই মনের ভিতরের গোপন সিন্দুকটা খুলি; আমি আমার হই। এই আমার হওয়ার চেয়ে দামি সম্ভবত তেমন কিছুই নিজের নেই।

    দিদি আপনার এই লেখাটা একটা প্রজন্মকে স্পর্শ করবে; তাঁদের অন্তরে বৃষ্টি নামাবে।  

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২০-০৮-২০১৮ | ১৫:০৪ |

      তাই ই যেন হয় মিড দা। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      GD Star Rating
      loading...
  4. জাহিদ অনিক : ১৯-০৮-২০১৮ | ২৩:২৭ |

    এসো না গল্প করি।। দেখো ঐ ঝিলিমিলি চাঁদ সারারাত আকাশে শলমা জরি এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি   

    খুব সুন্দর চিঠি। আবেগময়। েই গানটাই মনে আসলো পড়তে পড়তে 

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২০-০৮-২০১৮ | ১৫:০৮ |

      ধন্যবাদ কবি জাহিদ অনিক। Smile

      GD Star Rating
      loading...
  5. মোঃ খালিদ উমর : ২০-০৮-২০১৮ | ১৫:৩৮ |

    আহারে চিঠি!

    ছন্দার কাছে লেখা নীল খামে ভরে দেয়ার আগে পৃষ্ঠা গুনে দেখতাম। একবার দেখলাম ২১ পাতা! কি আশ্চর্য! সেই চিঠি কেমন করে নেই হয়ে গেল?

     তবে দিদি আপনি কিন্তু দারুন লিখেছেন। একেবারে যাকে বলে হৃদয় নিংড়ানো ভাবের লেখা। খুবই ভাল লাগল।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২০-০৮-২০১৮ | ১৬:১৬ |

      হাহাহা। আপনি মজার মন্তব্য করেন দাদা। ভাল লাগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

      GD Star Rating
      loading...
  6. শংকর দেবনাথ : ২০-০৮-২০১৮ | ২০:৪৯ |

    টানটান গদ্যে অসাধারণ রচনা

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৮-০৮-২০১৮ | ১২:১৩ |

      শুভেচ্ছা কবি দা।

      GD Star Rating
      loading...