স্মরণে ... এ পি জে আবদুল কালাম

২৭শে জুলাই। ২০১৫ সালে এমনই এক দিনে আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, বিজ্ঞানী তথা আমাদের কাছের মানুষ আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম। যাকে আমরা চিনি এ পি জে আবদুল কালাম নামে। জীবদ্দশায় ৮৪ বছরের দীর্ঘ ও সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দর্শন থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য মহামূল্যবান উক্তি। তাঁর থেকে কিছু উক্তি তুলে ধরা হল :

১. স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন হল সেটাই যেটা পুরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না।

২. তুমি তোমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাসই নিশ্চিত ভাবে তোমার ভবিষ্যত পরিবর্তন করবে।

৩. একটি ভাল বই একশত ভাল বন্ধুর সমান কিন্তু একজন ভাল বন্ধু একটি লাইব্রেরীর সমান।

৪. সফলতার গল্প পড়ো না কারন তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যার্থতার গল্প পড় তাহলে সফল হওয়ার কিছু ধারনা পাবে।

৫. যদি তুমি সূর্যের মত উজ্জ্বল হতে চাও, তাহলে প্রথমে তোমায় সূর্যের মতোই জ্বলে উঠতে হবে।

৬. জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালভাবে ব্যবহার করতে সময় শেখায় জীবনের মূল্য দিতে।

৭. জীবন হলো এক জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার।

৮. যদি তুমি পরাজিত হও, তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ।

৯. End কথার অর্থ কখনওই ‘শেষ’ নয়। End-এর অর্থ ‘Effort Never Dies’ ( চেষ্টা কখনওই বিফলে যায় না) যদি কিছু কোনও কিছু উত্তরে ‘NO’ ( না) শোনো। তাহলে জানবে এর অর্থ ‘Next Opportunity’ ( পরবর্তী সুযোগ রয়েছে)।

# If you fail, never give up because F.A.I.L. means “First Attempt In Learning”

# End is not the end, in fact E.N.D. means “Effort Never Dies”

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মিড ডে ডেজারট : ২৮-০৭-২০১৮ | ১১:১৯ |

    উনাকে বিজ্ঞানী হিসেবে জানতাম। উনি যে একজন বড় দার্শনিক ছিলেন আপনার পোস্ট থেকে আজ তা জানলাম।

    এই পোস্টের জন্য অনেক ধন্যবাদ!

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৮-০৭-২০১৮ | ১২:৫১ |

      আপনাকেয়ো ধন্যবাদ দাদা।

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ২৮-০৭-২০১৮ | ১১:২২ |

    End is not the end, in fact E.N.D. means “Effort Never Dies”

    স্মরণে এবং শ্রদ্ধায় এ পি জে আবদুল কালাম।

    অসংখ্য ধন্যবাদ বন্ধু রিয়া রিয়া।

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৮-০৭-২০১৮ | ১২:৫২ |

      শুভেচ্ছা জানুন প্রিয় বন্ধু।

      GD Star Rating
      loading...
  3. আলমগীর সরকার লিটন : ২৮-০৭-২০১৮ | ১১:৫৯ |

    সুন্দর পোষ্ট করার জন্য অশেষ ধন্যবাদ দিদি

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৮-০৭-২০১৮ | ১২:৫৩ |

      ধন্যবাদ কবিবাবু।

      GD Star Rating
      loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৮-০৭-২০১৮ | ১৭:২০ |

    যদি তুমি পরাজিত হও, তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ।

    * তাঁর প্রতিটি বাণীর গভীরতা অনেক বেশি মনে হয়…

    প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা সতত।

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ৩১-০৭-২০১৮ | ১৩:২৯ |

      প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা সতত। ধন্যবাদ কবি।

      GD Star Rating
      loading...