আজ শহরময় প্রেম প্রেম গন্ধ। আমার শহরে আজ এই ভালোবাসার পুজো পুজো গন্ধ। হয়ত তর্কে অনেকেই হারাবে আমায়, “শুধু আজই কেন ভালোবাসার দিন?” তাহলে বাকি দিনগুলো কি ঝগড়ার? অথচ আজকের দিন আজকেই থেকে যায়, কাল হবার আগে। অতো হিসেব আমি বুঝিনা বা বোঝার চেষ্টা করি না। কিছু হিসেব না মিললেই ভালো লাগে !
মনের কোনে মেঘ জমেছে কদিন ধরেই, বর্ষণও হয়েছে অঝোরে চোখের জানলায়। আজ সকাল থেকেই সেই মেঘ এসেছে ঘরে, খাটের পাশে জানলা ধরে পা ঝুলিয়ে বসে আছে। জানলা তবু খোলাই ছিল, বৃষ্টি যদি আসে। কদিন ধরেই, কেউ জানে না, চুপ থেকেছি আর, মেঘের কাছে অনুরোধ ছিলো। বরফ গন্ধ যখন তখন শিরায় শিরায়। একটু খানি শান্তি দিবি ধার?
আমি কিন্তু হাসতে পারি, কষ্ট লুকিয়ে বুকে। ঠিক সবার মতো হিসেবে মিল হয়না জানি, অঙ্কে আমি চিরকেলে কাঁচা। যখন তখন রোদ ঝলমলে আকাশে মেঘ দেখাটাই কাল। আমি এখন কি যে করি! আকাশটাকে টেনে নামাই, মেঘ গুঁড়িয়ে নদী, পারতাম ঠিক, আগুন হতাম যদি!
প্রেমের কথা মনেই নেই। শরতের শিউলি আলোয় প্রেমের বিসর্জন, এখন শুধু তুষারপাত সারাটা পথ জুড়ে। নিজের কথা ভুলেই থাকি, মৃত মানুষ যেন। মনের কথাও ভুলেই থাকি, এমন ভুলোমন! সকাল সকাল পলাশ রঙে মনে সাজতে চায় যে কেন?
একলা চলায় অভ্যস্ত আজ। স্বপ্নগুলো মৃত। আমিও তো তাই চেয়েছি, মৃত্যু তবু অনেক ভাল, অপমানের চেয়ে। মানীর শুধু মানই থাকে, এই টুকুই সম্বল। ইচ্ছেরাও জেগে নেই, সবই ঘুমের দেশে। এমনটা কি হবার ছিলো? মন যে আজ ভীষণ কঠিন, কিছুতেই হয়না সে দুর্বল।
তবে কি সবটুকুই ভুল? মেয়ে জন্ম ভুল, বৃদ্ধি ভুল, বিশ্বাস ভুল, ভালোবাসাও তো ভুলই ছিলো; আজ দিনটাই ভুল। হয়তো বিতর্কের তুফান উঠবে, হয়তো হারাবো সম্মান। আমার আবার অপমান!! ধুর!! সবটাই যার ভুল, তার নাকি মান!
তবু আজ দিনটা শুধুমাত্র ভালোবাসার দিন। প্রেমের দিন। এমনটাই ভেবেছিলাম কখনো। এই লেখাটা অন্য ভাবে লিখতেও চেয়েছিলাম। সাগরের ঢেউ এসে বারবার মুছে দিচ্ছিল আমার সেই লেখা। তাই আকাশ, নদী, মেঘ সব এক হয়েই প্লাবন দিয়েছে ডাক। লবণ জলে মুখ ধুয়েছি; চোখের পাতা ভেজাই নাহয় থাক।
loading...
loading...
আকাশ, নদী, মেঘ সব এক হয়েই প্লাবন দিয়েছে ডাক। লবণ জলে মুখ ধুয়েছি; চোখের পাতা ভেজাই নাহয় থাক।
* আপনার লেখনি শক্তি অসাধারণ…
শুভ কামনা নিরন্তর।
loading...
অসাধারণ সব লিখার ভাণ্ডার আপনি। অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া।
loading...
প্রিয় কবি বন্ধু রিয়া চৌধুরীর মনে অনেক কষ্ট জমে আছে মনে হলো!
অনেক শুভকামনা ও শুভেচ্ছা প্রিয় কবি


loading...
শিল্প ও সাহিত্যে অসুন্দরের জায়গা নেই। ভাল্গারিজমে সাহিত্য আর সাহিত্য থাকেনা। তাতে কুসাহিত্যিকের একটা কুরূপই চোখে পড়ে কেবল। আজ এক জায়গায় এমন একটা লেখা পড়ে অল্প আগ পর্যন্ত মুডঅফ ছিল। আপনার এই লেখাটা আমার মুডঅন করতে শক্তিশালী মেডিসিনের মতো কাজ করলো! কী দারুণ লিখেছেন!
আপনার এই লেখায় মনোজগতের একটা ক্রসসেকশনাল ভিউ পড়লাম, একদিনের কিছু ভাবনা পড়লাম এবং জীবনবোধ দিয়ে আঁকা আপনার অসাধারণ একটা ছবি উপভোগ করলাম।
শহরময় প্রেম প্রেম গন্ধ কিন্তু চোখের জানালায় অঝোরে বৃষ্টি! জীবনের একটা সংজ্ঞা পড়লাম।
কিছু হতাশা পড়লাম, “মেয়ে জন্ম ভুল, বৃদ্ধি ভুল, বিশ্বাস ভুল, ভালোবাসাও তো ভুলই ছিলো ; আজ দিনটাই ভুল”। জ্বলে ওঠার আকাংখা পড়লাম, ”আকাশটাকে টেনে নামাই, মেঘ গুঁড়িয়ে নদী, পারতাম ঠিক, আগুন হতাম যদি”!
সর্বোপরি অসাধারণ একটা দর্শন জানলাম, “আজকের দিন আজকেই থেকে যায়, কাল হবার আগে”।
আসলে কিছু শব্দে আঁকা আমার আপনার সবার একটা জীবন পড়লাম!
loading...
লবণ জলে মুখ ধুয়েছি; চোখের পাতা ভেজাই নাহয় থাক।






মুগ্ধতা রাখতেই হয় কবি, এমন বষায় রপক বিরহ জীবনভরা


loading...
পুরোটায় মুগ্ধকর ছিল,,,ভালো লাগলো
loading...