আমার ভুলে থাকা মন (২৩ পর্ব)

আমার ভুলে থাকা মন (২৩ পর্ব)

অনেক দিন পর আবার আমি আর আমার মন মুখোমুখি। প্রচন্ড গরমে মনের সাথে আমার একলা যাপন। হঠাৎ আয়না আমার চোখে চোখ রেখে প্রশ্ন করলো এই প্রচন্ড দাবদাহে তোর দুচোখ কেন শ্রাবণের দুঃখ নদী? কি করে বলি তাকে, মন দুচোখ ভরা সাগর নিয়েও জীবন নদীতে আমার সাঁতার শেখা হল না। দু নৌকোয় পা রেখে চলতে শিখিনি আজও, জানিনা রে মন কখন আমার সলিল সমাধি হবে। গঙ্গা? নাকি যমুনা? যদিও এতোবার মরেছি তাই এখন আর মৃত্যুকে ভয় পাইনা। তবে জলে আমার বড্ড ভয়। হয়তো আমার এই শ্রাবণ নদীতেই সুখ।

হৃদয়ে বিরাট মেঘের পাহাড়, শিরায় শিরায় লবণ জলের স্রোত। জানিস মন একবার শেষ বোঝাপড়া করবো নিজের সাথে। টুকরো টুকরো ইচ্ছে জুড়ে যে আকাশ তৈরী! সেই আকাশে আমার বিচরণ বড্ডো বেমানান মনে হয়। সুখ আর বিষণ্নতাকে ভাগাভাগি করে, সুখকে তোর ঝুলিতে দিয়ে যাবো। ফিরিয়ে নেবো ইচ্ছেআকাশ। আর বিষণ্নতা না হয় আমারই থাক। আমরা কেউ কাউকে ছাড়া থাকতেই পারিনা। আমার স্বপ্নগুলোর সাথে আমার আমিকে লুকিয়ে রেখেছি বুকের সবথেকে সুন্দর জায়গায়। যা খুঁজে পাওয়ার মতো কোনো মনই নেই।

বলতো তুই মন, কবিরা কি মানুষের মনের কথা বুঝতে পারে? তাহলে কি করে কবি লিখলেন “অতোটুকু চায়নি বালিকা” সত্যিই চাইনি রে। খুব কম চাওয়া ছিলো আমার। একটা ভালোবাসাময় মন আর দুটো আশ্রয়ের হাত প্রশ্রয়ের সাথে। জীবন নদীতে যার দেখাই মিললো না। আর মিলবেও না জানি। জানিস, এখনও আমি নদী জমিয়ে রাখি বুকে। মেঘেদের কানে কানে বলি নদীকে ডেকো বৃষ্টি। চুপি চুপি আনমনে নদী খুঁজি। কি জানি বিসর্জনের সময় এসেছে বোধহয়। এ জন্ম যে ছিলো আমার অকাল বোধন।

বড় বেশি নিঃসঙ্কোচে নিঃসঙ্গ মন। কাঁচা সুতোর বন্ধন ছিঁড়েই গেছে কবে। আর যতটুকু করুণার বন্ধন ছিলো তাও টুপটাপ করে ঝরে পড়েছে আঙুলের ফাঁক থেকে। হাতের মুঠি আলগাই রেখেছি। বালির মতো ঝরে গেছে সব সম্পর্কগুলো। সেই জন্ম মুহূর্ত থেকে দাদুর মতো আমায় আগলে রেখেছিস। মন তুইও কি একদিন চলে যাবি এক পা এক পা করে? নতুন করে স্বপ্ন সাগরে ডুবিয়ে তারপর প্রখর মরুভূমির উত্তাপের মধ্যে আমাকে ছেড়ে দিয়ে?

আজ অনেক্ষণ একা একা দাঁড়িয়ে ছিলাম বারান্দায়। মনের ভেতর উথাল পাথাল। জানিস তখন তোকে কত খুঁজি। চাঁদ রঙের প্রতিটা রাতে, মনের প্রতিটা আলপথে, উঠোনের আনাচে, গলির কানাচে, দুচোখের ছলছলে আর্শীতে, মেঘেদের শার্শীতে অপলক চেয়ে থেকেছি যদি একবার তোর দেখা পাই! যে সব শব্দরা তোকে খুঁজে আনতে গেছিলো তারাও আজ আকাশের মাঝে হারিয়ে গেছে।

হাটু দুটো বুকের কাছে এনে মাথাটা রেখে পরম আদরে জড়িয়ে নিয়েছি নিজেকে। ফোঁটা ফোঁটা লবনাক্ত সময়ে অস্ফুটে স্বীকারোক্তি, কেউ হতেই পারেনা তোর মতো রে মন। আমাকে তোর মতো কেউ বোঝে না। জানে না কেউ। কঠিন বর্মে নিজেকে ঢেকেছি আমি। কোন আঘাতেই আর হৃদয়ের রক্ত চুঁইয়ে পড়তে দেবো না। মন, মন রে আমার।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-০৪-২০১৮ | ১৩:৫১ |

    "মন তুইও কি একদিন চলে যাবি এক পা এক পা করে? নতুন করে স্বপ্ন সাগরে ডুবিয়ে তারপর প্রখর মরুভূমির উত্তাপের মধ্যে আমাকে ছেড়ে দিয়ে?"

    মন আকুল করা এই প্রশ্ন। যে প্রশ্নের উত্তর এক জীবনে পাওয়া সম্ভব কিনা জানি না। Frown

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৬-০৪-২০১৮ | ২০:৪০ |

      অনুপ্রাণিত হলাম প্রিয় বন্ধু। Smile শুভেচ্ছা নিন।

      GD Star Rating
      loading...
  2. দীপঙ্কর বেরা : ২৬-০৪-২০১৮ | ১৮:১১ |

    আকুল কথা ভাল লাগল। 

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৬-০৪-২০১৮ | ২০:৪১ |

      ধন্যবাদ বেরা দা। নমষ্কার।

      GD Star Rating
      loading...
  3. শামীম বখতিয়ার : ২৬-০৪-২০১৮ | ১৯:০৩ |

    অন্তরের মুক্ত আকুতি প্রকোপ বেদনার কিম্বা মননের নীরক্ত চাওয়াগুলো প্রকোষ্ঠের গভীরতর আলোরপ্রথম প্রথম কণা সিঞ্চিত করে যখন জীবনের আরাধ্য স্বপ্নের পথে তাঁর সকল স্বত্ব পুরন করে তখন স্বতন্ত্র পৃথিবীর বুকে আপন চাওয়াগুলো সান্নিধ্যের নতুন পারদে উন্মোচন করে জগতের এই প্রসিদ্ধ সন্তপন। ভালো লেগেছে আপা। 

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৬-০৪-২০১৮ | ২০:৪৬ |

      খুউব সুন্দর করে মন্তব্য দিয়েছেন তো !! আপনার জন্য বিশেষ শুভেচ্ছা দাদা। Smile

      GD Star Rating
      loading...