মেঘের চিঠি

মেঘের চিঠি

মেঘের জন্য রেখেছি মৌমাছিদের
গ্রামে বোনা গ্রামীণ মধু।
যত্ন করে রেখেছি পাতার বাটিতে,
রোজ যখন একা থাকি বনবিবির কাছে
মৌমাছিরা আসে বনের গন্ধ নিয়ে
গল্প শোনায় বন পরাগের ,
আর দখিন রায়ের।

এই পাতাছাওয়া ঘরটিতে আলো আসে
নানান আকারে, কোথাও তেকোনা হয়ে
কোথাও চৌকো, আবার কোথাও বৃত্তাকারে।
আমি একাই বসে দেখি সেই আলোর খেলা…
মাঝে মাঝে মেঘ আসে, সারা আকাশ কালো করে
বৃষ্টির গল্প নিয়ে, মেঘপ্রপাতে থাকে সে,
ভাবছি একদিন একটা কবিতা লিখে দেবো বৃষ্টিকে-

নিজেই দেবো, মেঘ পিয়নের কাছে নয়.
যখন চারিদিকে ঝমঝমিয়ে সুর তুলবে
মেঘজল ঠিক তখনই, হ্যাঁ তখনই,
কবিতা লিখে ভাসাবো কাগজ নৌকোয়।
মেঘ আসছে, আবার চলেও যাচ্ছে
শব্দগুলো কিছুতেই বশ মানছে না।

বৃষ্টিও দেখি আমার পাশে একলা বসে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১১-০৯-২০১৭ | ১৫:১৬ |

    ‘মাঝে মাঝে মেঘ আসে, সারা আকাশ কালো করে
    বৃষ্টির গল্প নিয়ে, মেঘপ্রপাতে থাকে সে,
    ভাবছি একদিন একটা কবিতা লিখে দেবো বৃষ্টিকে-‘

    ___ অনেক অনেক কিংবা সহস্র শুভকামনা রইবে প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৫-০৯-২০১৭ | ১:৫৪ |

      ধন্যবাদ বন্ধু 

      GD Star Rating
      loading...
  2. খেয়ালী মন : ১৫-০৯-২০১৭ | ১৪:২৬ |

    কবির কাছে আকাশ আসে দেখতে লেখার বাহার
    বৃষ্টি তাহার পায়ের কাছে মুখ লুকিয়ে বসেও থাকে,
    মাঝে মাঝে পাহাড় গুলো গুনে মুগ্ধ তাহার।
    নদী গুলো একলা একা কবির সাথে করে দেখা
    খোঁজে তাহার উৎস জীবন কাহার কাছে বাঁধা।
    ফুলের বুকে ভ্রোমর গুলো গুনগুনিয়ে ফাগুন ডাকে
    ফুল বলে দেয় কবির রক্তে আগে কাঁটো সাঁতার,
    সাঁতার কেটে লাল হয়ে যাও; গুনগুনানোর শব্দ বোঝাও
    তবেই কবি তুলবে কলম; হৃদয় ঘাতে ফসকে পরা
    ছন্দ গুলোয় মাখবে মলম;যখন তিনি তৃপ্ত হবে
    তুমি তোমার ফাগুন পাবে ; আকাশ জুড়ে বিশাল খাতায়।

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৫-০৯-২০১৭ | ১:৫৪ |

      ভীষণ সুন্দর বললেন … শুভেচ্ছা জানবেন 

      GD Star Rating
      loading...