আমার আমি
তোর মনে পড়ে, সেদিনের কথা?
সেদিনও তোর আকাশ ছিলো স্থির।
মনে পড়ে সেই পূর্বস্মৃতি? মনে পড়ে?
যেদিন তোর সুন্দর চোখের দিকে,
অপলক দৃষ্টিতে চেয়ে থাকতো আয়না।
শুধু তাকিয়েই থাকতো।
মনে পড়ে সেই ছোট্ট পাখিটার কথা?
যে একদিন শ্রাবণের অঝোর ধারায়,
ছাদের কার্নিশে বসে ভিজছিলো।
তুইও ভিজছিলিস পাখিটার সাথে।
পাখিছানা কাঁপছিল, তুই কাছে গেলি,
পরম আদরে হাতে তুলে নিলি, আর
কেঁপে উঠলি তুই, প্রথম কোন পাখি ছুঁয়ে।
পাখিটা করুন ভাবে দেখছিলো তোকে,
তাকে উষ্ণতা দিয়ে, আদর যত্নে রাখলি।
একটু সুস্থ হলে আবার উড়িয়ে দিলি,
নীল আকাশে, উড়তে উড়তে হারিয়ে গেলো।
তুই মন খারাপ করে ফিরে এলি ঘরে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আপনার কবিতা গুলোন অসম্ভব সুন্দর এবং স্বকীয় চেতনা ও ঘরানার।
ভালো লাগে পড়তে। অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। শুভ দিন।
loading...