ভুলে থাকা মন
এক এক সময়ে মনে হয় নিরপেক্ষ ব্যবচ্ছেদ হোক সবকিছুর। মনের অলিগলি আজ ক্লান্ত। আচ্ছা, ফোঁটা ফোঁটা করে জল জমতে দেখেছো কখনও? এক ফোঁটা-দু ফোঁটা, টুপ টুপ করে পড়ছে আঙুল বেয়ে, চিবুক ছুঁয়ে, হাতেরপাতায়?একা একা বন্ধ ঘরে নিজের সাথে কোন কোনদিন তর্ক করেছো? মনখারাপের দিনে চুপ করে বালিশকে আঁকড়ে ধরে নিঃসাড়ে কেঁদেছো কখনও? মাঝরাতে একা একা ছাদে গিয়ে দেখো। একটা একটা করে তারা জমায় আকাশ, কখনো আধখানা, কখনোবা পুরো চাঁদ অপেক্ষায় থাকে। শুধু তুমিই আমার অপেক্ষায় থাকোনা।
খুব ছোটবেলায় তুমিও নিশ্চই ক্লাসরুমে লুকিয়ে কাটাকুটি খেলেছো। আজকে আবার আরেকবার খেলে দেখো, ক্লাসরুমে ফেলে আসা পাশে বসা বন্ধুকে মনে পেয়ে যাবে। আজ যদি বলি সব ভুলে আমায় একটু ভালোবেসো, কি বলবে তুমি আমায়? অবাক হয়ে পাগলের প্রলাপ ভেবে হাসবে নিশ্চিত। যাকে কখনোই ভালোবাসা যায়না, তাকে কি করে ভালোবাসবে? ঠিকই তো। ঝগড়া, খুনসুটি আমাকে মানায় না। যখন দেখি অবহেলায় রাখা হয়েছে আমাকে ভীষণ ইচ্ছেহয়, খুব ঝগড়া করবো তোমার সাথে, তারপর ভীষণ অভিমানে তোমার বুকেই মুখ গুঁজে কাঁদবো, আর তুমি ভীষণ আদরে আমার সমস্ত অভিমান ভুলিয়ে দেবে। ইচ্ছে হয়, ইচ্ছেরা থাকে অবহেলায়। একা একাই কতকিছুই যে আবোল তাবোল ভেবে চলি! এই ভাবনাটুকু যে সম্বল আমার। আর তো কিছুই নেই। তুমিও নেই। আমাকেই একমাত্র কাছে টেনে মুহুর্তে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। অতি সামান্য যে আমি। সত্যিই অলক্ষী ভীষণ, প্রমাণিত।
মাঝে মাঝে শব্দেরা যখন ছেড়ে যায় আমায়, ঠিক তখনই ইচ্ছে করে তোমায় আঁকড়ে ধরি। আর আমি কত পাগল দেখো, তোমার এতো উপেক্ষার পরেও অপেক্ষায় থাকি। যদি ভুলে গিয়েও একটু ভালোবাসো আমায়। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় দাগ কাটে কাঁচ রঙা চোখে, সোঁদা গন্ধে ধুয়ে যায় চুল, সবুজ হাওয়া এসে মন টেনে নিয়ে যায় শরীরের আবরণ ফেলে। দুপুরের হলকায় পুড়ে যায় নরম খোলস, ঝলসে ঝলসেও প্রশ্নেরা ভিড় করে, ধিরে ধিরে ঘিরে ধরে আমায়, চোরাবালি আস্তে আস্তে ডোবায় আলো, দমবন্ধ হয়ে নিঃশ্বাস আটকে থাকে বুকের নিচে।
আসলে কি হয় জানো? স্বপ্নটা আজকাল ঘুমোলে আসেনা আর, রাতজাগা চোখের পাতার নিচে কালচে দাগ, তাই জেগে থেকে স্বপ্নে ঢুকি। এখন রোজকার কাজ-অবসরে-ভিড়ে-একলাই আমি রোজনামচায় ব্যাস্ত থাকি। সূচীপত্র ধরে কলের মানুষ হয়ে। কিন্তু আসলে, সে স্বপ্নটার পাশে ঠেস দিয়ে রোজ ভাবি, কেউ কোথাও নেই আমার জন্য, তাহলে আমি না থাকলে কারো কোন ক্ষতিই হতো না। তবুও কেন বেঁচে থাকা!তবু আমি অবাক চোখে চেয়ে থাকি মিলিয়ে যাওয়া বিশ্বাসটুকুর দিকে। আলো রং স্বচ্ছ করে ভালোবেসে ভয়ানক দোষ করে ফেলি। একদিন স্তুতিতে ভাসিয়েছিল, আজ নির্বিকারে, নির্বিচারে কাঠগড়ায় দাঁড় করায়, শুনানি হয়ে যায় কোন ফাঁকে, বিচার শেষ।
loading...
loading...
এমন জীবন ঘেঁষা লিখায় আমি যেন আমাকে খুঁজে পাই। ভালো লাগে।
অভিনন্দন কবিবন্ধু রিয়া রিয়া।
loading...
সুন্দর উপস্থাপন;
প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা
loading...
আপনার লেখায় অত্যন্ত সুক্ষ অনুভূতির প্রাঞ্জল বর্ণনা যে কারো হৃদয়কে স্পর্শ করবে । অসাধারণ দক্ষতায় ও নিক্ষুত বর্ণনায় বরাবরের মতোই মুগ্ধ আমি। শুভ কামনা জানবেন ।
loading...
জেগে থেকে স্বপ্নে ঢুকি।
এর মধ্যেই অনেক শিক্ষার বিষয় খুঁজে পাচ্ছি।
খুবই চমৎকার লিখেছেন।
ধন্যবাদ
loading...
শুভেচ্ছা রইল রিয়া’পু।
loading...
খুব সুন্দর কথা। ভাল লাগল
loading...