পরিচয়

পরিচয়

আমার মধ্যেই গভীর অ্যমাজনের রেইন ট্রী।
আমার মধ্যেই খেলে যায় প্রশান্ত মহাসাগরীয় ঢেউ।
আমার মধ্যেই এ্যাসফল্ট, ল্যাটেরাইট,
মোনাজাইট রয়ে গেছে ছড়ানো ছিটানো।

যা কিছু পৃথিবী থেকে হারিয়েছে মানুষ
আমাকে খনন করলে পাওয়া যাবে,
সেইসব ফুরিয়ে যাওয়ার ধ্বংসের নিদর্শন।
আমার মধ্যেই শায়িত আছে মুছে যাওয়া নদী।

হাজার জন্ম ধরে আমার শিরা উপশিরায়
বয়ে চলে হারিয়ে যাওয়া জীবনের রক্ত
আমার নিঃশ্বাসে প্রশ্বাসে খেলে যায়
হিরোসিমা, নাগাসাকির বিষাক্ত বায়ু।

এরাই আমার পরিচয় শুরু থেকে
আমার ক্ষয়ে যাওয়া পর্যন্ত ।।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১২-০৭-২০১৭ | ২৩:৩১ |

    “আমার মধ্যেই শায়িত আছে মুছে যাওয়া নদী।

    হাজার জন্ম ধরে আমার শিরা উপশিরায়
    বয়ে চলে হারিয়ে যাওয়া জীবনের রক্ত
    … এরাই আমার পরিচয় শুরু থেকে
    আমার ক্ষয়ে যাওয়া পর্যন্ত ।।”

    অসাধারণ পরিচয়। অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া।

    GD Star Rating
    loading...
  2. মোকসেদুল ইসলাম : ১৩-০৭-২০১৭ | ১০:৩৪ |

    বাহ্ অনেক ভালো লিখেছেন। শুভেচ্ছা

    GD Star Rating
    loading...
  3. আলমগীর কবির : ১৩-০৭-২০১৭ | ১১:৩১ |

    বেশ ভাল লেগেছে।
    এ্যাসফল্ট, ল্যাটেরাইট, মোনাজাইট -এই শব্দ 3টি আমাার কাছে নতুন। কোন
    এই শব্দ 3টি কোন ভাষার?

    GD Star Rating
    loading...
  4. আনিসুর রহমান : ১৩-০৭-২০১৭ | ১৯:৫৯ |

    যা কিছু পৃথিবী থেকে হারিয়েছে মানুষ
    আমাকে খনন করলে পাওয়া যাবে,
    সেইসব ফুরিয়ে যাওয়া ধ্বংসের নিদর্শন।
    // এজন্যইতো মানুষেরাই শুধু মানুষ এবং অন্যেরা প্রানী।

    GD Star Rating
    loading...