খেলা ঘর বাঁধতে লেগেছি
কখনও এমন রাত আসে, যেসব রাতে, একলা চাঁদের পাশে লক্ষ কোটি চাঁদ জ্বলে ওঠে। সেসব রাত আসে …
এখনও আসে মাঝে মাঝে। রূপকথার ঘুম-পাশ কেটে সেসব রাতেরা কালও এসেছে। ডুবিয়ে দিয়েছে গাঢ় অন্ধকারে। সবগুলো রাত শুধুই অন্ধকার নয়, কিছু রাত বখাটে, বেপরোয়া ভীষণ। জীবনের একই কাহিনী বারবার ফিরে আসে। একই নাটক, একই খেলা। নাকি পাগলের লক্ষণ? খেলায় দুদিক থেকেই পরাজিত। তবে সত্যিই কি খেলতে শিখেছি? সত্যিই কি এতদিন খেলেছি? মিথ্যের আশ্রয়ে?
ছোটবেলার কান্নার গমকগুলো মাঝে মাঝে এসে দাঁড়ায় চোখের দেয়াল জুড়ে। ফেলে আসা খেলার মাঠের ঘাসকাটার গন্ধ এসে স্নায়ুগুলোকে স্তম্ভিত করে নির্নিমেষ। জীবন কিছু স্মৃতিই তো। রাতের গভীরতায় বখাটেপনায় যোগ হয় জীবনের হিসেব নিকেশ। পালিয়েও বাঁচতে পারেনা দুর্বল মন। বললে হয়তো তোকেই বলেছি সব কিছু। জানি অনউচিত কাজ। সব বলা উচিত হয়নি। কাকে বলবো কান্নাগুলো, অপমানগুলো? চেয়েছিলাম কেউ তো জানুক, কেউ তো শুনুক। হয়তো একই ঘটনার পুনরাবৃত্তি। ভীষণ বিরক্তিকর। চোখের রক্তের ফোঁটাগুলো ভীষণ একা। নাহ, নিজেকে গুটিয়ে নিলাম। এতদিন তো তাই ছিলাম। সম্পর্কগুলো এসে বিস্ফোরণের দোরগোড়ায়। রাতগুলো নির্মম ভীষণ। অমনি করে বয়ে যায় হাজার বছরের রাত।
সময়ের নদী তিরতির করে পায়ের পাতার নীচে আকুল হয়ে দাঁড়ায়। তখন আমার ঘরে ফেরার ইচ্ছেরা সব জাগে। যে ঘর আছে আমার স্বপ্ন চোখের ছায়ায়, যে ঘর আছে লক্ষ সময় তীরে। স্রোতের মতো এগিয়ে যায় সময়, বাঁধের পর বাঁধ দিয়ে যাই আমি। ভিড় জমে যায় অবহেলার। ছাদের কার্নিশে মাঝেই দাঁড়াই, কেউ জানেনা, আর কেউ কখনোই জানবেনা আমার কান্নাগুলো। অনেক অনেক দিন, অভিমানে সবকিছুই ভোলার ছল। বুকের ভিতর উপচে ওঠে আকাশ, ঢেউএর মাথায় বজরা ভাঙে তুফান। ঝড় উঠল মন গুঁড়ো করে। টান মেরে সে খুলে ফেলি সব আগল। মাথার ভিতর গর্জে ওঠে সাপ, অভিশাপে ছাই হয়ে যায় শরীর, আগুন নয়, দাবানলের মতন সব কিছু নিঃশেষ হোক আজ। সেই প্রিয় গান বাজছে কোথাও …
“খেলাঘর বাঁধতে লেগেছি”
________________
loading...
loading...
youtu.be/Fun2N_8wJBc
‘খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে।
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে।।’
___ জীবন বোধনের অসাধারণ এক লিখনী। অভিনন্দন কবিবন্ধু রিয়া রিয়া।
loading...
ঈদ মোবারক বন্ধু .. ভীষণ প্রিয় গান
loading...
দীর্ঘশ্বাসে যদি ভারী হয় দিন
রাতগুলো হোক একটু রঙিন!
শুভ কামনা অন্তহীন…
loading...
ঈদ মোবারক … শুভেচ্ছা নেবেন
loading...
“ছোটবেলার কান্নার গমকগুলো মাঝে মাঝে এসে দাঁড়ায় চোখের দেয়াল জুড়ে। ফেলে আসা খেলার মাঠের ঘাসকাটার গন্ধ এসে স্নায়ুগুলোকে স্তম্ভিত করে নির্নিমেষ। জীবন কিছু স্মৃতিই তো।”
খুব ভাল লাগল। শুভ কামনা করি।
loading...
ঈদ মোবারক … শুভকামনা রইলো
loading...
বরাবরের মতোই অভিভূত । শুভকামনা নিরন্তর !
loading...
শুভেচ্ছা
loading...