মাঝে মাঝে একলা রাতে
জেগে থাকতে বেশ লাগে।
বেশ লাগে অপমানের অনুভূতিতে
ঘৃণার ঘন কুয়াশায় জ্বলে যেতে।
কে যেন বলেছিল ভালোবাসে,
ভালোবেসে ভুলিয়ে দেবে দুঃস্বপ্ন ,
আজ ভুলে গিয়ে নিজের সাথেই একাকার।
বসন্তের রাত জলে ভিজতে বেশ লাগে ।
বেশ লাগে যখন মিঠে রোদের
ছোঁয়া নিয়ে আসে সকাল।
কাল হয়তো ছিলাম খুব চেনা,
আজ আমি আলেয়া অজানা।
অজানা ঘর,অচেনা জানলায়
মেলে দেওয়া নীল কষ্টগুলো,
একা একা রয়ে যাবে আমৃত্যু।
হাওয়া এসে ডাক দেবে ।
মাঝে মাঝে মনে পড়বে,
ফেলে আসা দিনগুলো।
সব সম্পর্কের নাম হয় না,
উদ্বাস্তুর মতোই ঘুরে বেড়ায়।
আমি ছাড়া তেমন একলা
কেউ থাকবে না জানি।
শুধু স্মৃতিরা ভিড় করে
আসবে অবরে-সবরে।
কার ঘরে ভীড় করে ভালবাসা!
কার চিতা জ্বলে নিভৃতে নিঃসঙ্গ!
এরকম বেশ লাগে যখন দেখি
মনে পড়া নেই, মনে রাখা নেই।
এখন এই একলা আগুনেই
পুষে রাখা সুখ দুঃখ বেশ লাগে।
বেশ লাগে বসন্তের কুয়াশায়
জ্বলে যেতে অসম্মানের চিতায়।
loading...
loading...
কাল হয়তো ছিলাম খুব চেনা,
আজ আমি আলেয়া অজানা।
অজানা ঘর, অচেনা জানলায়
মেলে দেওয়া নীল কষ্টগুলো,
একা একা রয়ে যাবে আমৃত্যু।
একাকীত্ব মানুষকে পাগল করে তোলার জন্য যথেষ্ঠ। শুভেচ্ছা রাখি প্রিয় কবিবন্ধু।
loading...
অনেক ধন্যবাদ বন্ধু
loading...
হৃদয়ছোঁয়া দাদু ভাই

loading...
ধন্যবাদ দাদাভাই
loading...