মাঝে মাঝে আমি

মাঝে মাঝে সবার মাঝে থেকেও বড় একা হয়ে যাই।
একা হয়ে যাই কোন নির্জন দুপুরে
একা হয়ে যাই কোন বিষণ্ণ বিকেলে।
সন্ধ্যে বেলায় যখন এক এক করে
তারাগুলো ঘুম ভেঙে জেগে ওঠে
ভালো লাগেনা কিছুই, নিষ্ঠুর লাগে
চারপাশের আলো আঁধারের খেলা অচেনা লাগে।

ওই আকাশ ভরা তারার মাঝে যখন দাঁড়াই
আমি একা ,তখন সত্যি বড় একা হয়ে যাই,
মাঝে মাঝে সবকিছু ভুলে আমার আমিকে নিয়ে
বাঁচতে চাই ভালবাসায়,পরম নির্ভরতায়।
মাঝেমাঝে ভালোবাসা ক্ষণিকের পরিযায়ী পাখি
তখন গুটিয়ে নিই নিজেকে,
ঘুমের দেশে থাকতে বলি স্বপ্নদের।

মনের মরুভূমিতে বাজে নিঃসঙ্গতার প্রতিধ্বনি!
মাঝে মাঝে সবকিছু বড় ওলটপালট হয়ে যায়
দাঁড়িপাল্লায় মাপা হয়ে যায় নিজের ওজন
মাপা হয়ে যায় ভালোবাসার গভীরতা,
ক্ষত গুলো দগদগে হয়ে ওঠে
রক্তাক্ত হয়ে ওঠে আমার আমি।
মাঝে মাঝে নিঃস্ব হয়ে যাই,
মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকাটাই বড় উপদ্রব।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৭ জন মন্তব্যকারী

  1. মামুনুর রশিদ : ২০-০২-২০১৭ | ২০:৪৫ |

    “মাঝে মাঝে নিঃস্ব হয়ে যাই,
    মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকাটাই বড় উপদ্রব।”

    কবির জন্য শুভ কামনা নিরন্তর…

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২২-০২-২০১৭ | ৭:৩৮ |

      শুভেচ্ছা নিন কবি।

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ২০-০২-২০১৭ | ২১:১৯ |

    আপনাকে জানা হলো প্রিয় কবিবন্ধু। ভালো থাকুন। ধন্যবাদ। Smile

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২২-০২-২০১৭ | ৭:৩৮ |

      ধন্যবাদ বন্ধু।

      GD Star Rating
      loading...
  3. জিল্লুর রহমান : ২০-০২-২০১৭ | ২১:৫৪ |

    আপন জগতে সবাই একা বন্ধু। কবিতা ভালো হয়েছে। চালিয়ে যান। সঙ্গে আছি।

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২২-০২-২০১৭ | ৭:৩৮ |

      ধন্যবাদ দাদা।

      GD Star Rating
      loading...
  4. দাউদুল ইসলাম : ২১-০২-২০১৭ | ১২:৪৭ |

    ভালো লাগেনা কিছুই, নিষ্ঠুর লাগে
    চারপাশের আলো আঁধারের খেলা অচেনা লাগে।

    মুগ্ধকর লিখা।
    সালাম নিন প্রিয় কবি

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২২-০২-২০১৭ | ৭:৩৯ |

      শুভেচ্ছা নিন কবি।

      GD Star Rating
      loading...
  5. দীপঙ্কর বেরা : ২১-০২-২০১৭ | ১৫:৫২ |

    দারুণ
    খুব ভাল লাগল

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২২-০২-২০১৭ | ৭:৩৯ |

      ধন্যবাদ কবি দা।

      GD Star Rating
      loading...
  6. ছন্দ হিন্দোল : ২২-০২-২০১৭ | ৮:৩৭ |

    অনন্ত শুভকামনা

    GD Star Rating
    loading...
    • রিয়া রিয়া : ২৪-০২-২০১৭ | ৮:৫৩ |

      ধন্যবাদ কবি দি।

      GD Star Rating
      loading...
  7. ফকির আবদুল মালেক : ২৪-০২-২০১৭ | ৯:১৮ |

    বেশ ভাল লেগেছে।

    GD Star Rating
    loading...