মাঝে মাঝে সবার মাঝে থেকেও বড় একা হয়ে যাই।
একা হয়ে যাই কোন নির্জন দুপুরে
একা হয়ে যাই কোন বিষণ্ণ বিকেলে।
সন্ধ্যে বেলায় যখন এক এক করে
তারাগুলো ঘুম ভেঙে জেগে ওঠে
ভালো লাগেনা কিছুই, নিষ্ঠুর লাগে
চারপাশের আলো আঁধারের খেলা অচেনা লাগে।
ওই আকাশ ভরা তারার মাঝে যখন দাঁড়াই
আমি একা ,তখন সত্যি বড় একা হয়ে যাই,
মাঝে মাঝে সবকিছু ভুলে আমার আমিকে নিয়ে
বাঁচতে চাই ভালবাসায়,পরম নির্ভরতায়।
মাঝেমাঝে ভালোবাসা ক্ষণিকের পরিযায়ী পাখি
তখন গুটিয়ে নিই নিজেকে,
ঘুমের দেশে থাকতে বলি স্বপ্নদের।
মনের মরুভূমিতে বাজে নিঃসঙ্গতার প্রতিধ্বনি!
মাঝে মাঝে সবকিছু বড় ওলটপালট হয়ে যায়
দাঁড়িপাল্লায় মাপা হয়ে যায় নিজের ওজন
মাপা হয়ে যায় ভালোবাসার গভীরতা,
ক্ষত গুলো দগদগে হয়ে ওঠে
রক্তাক্ত হয়ে ওঠে আমার আমি।
মাঝে মাঝে নিঃস্ব হয়ে যাই,
মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকাটাই বড় উপদ্রব।
loading...
loading...
এতোটাই জীবন ঘেঁষা লিখা যে মনে হয় কবি পাঠক হৃদয়ের কথা বলছেন।
শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধু কবি রিয়া।
loading...
অনেক ধন্যবাদ আপনাকে বন্ধু
loading...
মাঝে মাঝে নিঃস্ব হয়ে যাই,
মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকাটাই বড় উপদ্রব।
loading...
শুভেচ্ছা নেবেন
loading...
অসাধারণ উপস্থাপন
loading...
ধন্যবাদ আপনাকে
loading...
মাঝে মাঝে নিঃস্ব হয়ে যাই,
মাঝে মাঝে মনে হয় বেঁচে থাকাটাই বড় উপদ্রব।
বেঁচে থাকাটাও উপদ্রব । হতে পারে কখনো কখনো । তবু জীবন সুন্দর হে ।
ভালো থাকিও । শুভকামনা জানবে ।
loading...
ধন্যবাদ আপু, খুব ভালো থাকুন
loading...
মাঝেমাঝে ভালোবাসা ক্ষণিকের পরিযায়ী পাখি
তখন গুটিয়ে নিই নিজেকে,
ঘুমের দেশে থাকতে বলি স্বপ্নদের।- মুগ্ধ হলাম।
loading...
শুভেচ্ছা রইলো
loading...