মন আজ কি বলবো তোকে? আমি যে নিজের ছায়াকে লঙ্ঘন করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছি। গতকাল অনেক রাত পর্যন্ত ছাদে ছিলাম, ওই অহংকারী চাঁদের আলোতে চারিদিক ঝলমল করছিলো। আর সারা আকাশ জুড়ে যে সব তারাদের মেলা বসেছিল তারা সবাই মিটিমিটি করে আমায় দেখছিল। আর আমি আমার পছন্দের তারাদের যখন একটা একটা করে তুলে রাখছিলাম আমার মনের মণিকোঠায়, ঠিক তখনই বাকি তারাগুলো মিছিল করে ঘিরে ধরল আমায়, শোনালো তাদের দুঃখের কথা। আমি আমার চোখের জল দিয়ে তাদের দুঃখগুলোকে ধুয়ে দিলাম।
কতক্ষন যে এইভাবে ঠাণ্ডায় দাঁড়িয়েছিলাম মনে নেই। শোনালাম তাদের আমার কথা, মন তোর কথা। জানিস ঠিক তখনই চারিদিকে টুপটাপ শব্দ শুনতে পেলাম। তারাদের চোখের জল রাতের শিশির হয়ে ঝরে পড়তে লাগলো। ঠাণ্ডা বাতাস এসে আমায় বলে গেলো দোষ নাকি আমারই ছিল। কেন আমি তাকে কষ্ট দিয়ে কথা বলতে গেলাম।
হ্যাঁ রে মন দোষ তো আমারই ছিল। কিন্তু আমি কি করবো বলতে পারিস? আমি যে তাকে ছেড়ে থাকতেই পারিনা। যখন অনেকক্ষণ তাঁকে না পাই তখন নানান অভিমান ভিড় করে আসে। আমি যে মগ্ন থাকি সর্বক্ষণ তাঁর মধ্যেই। যখন গোধূলির সন্ধ্যে হাওয়া এসে আমাকে জানিয়ে দেয় আমি যে শুধুই তাঁর। যখন অন্ধকার চুপি চুপি এসে আমায় বলে যায় আমি নাকি শুধুই তাঁর। যখন ওই চাঁদ তার স্নিগ্ধ আলোতে পৃথিবীর অন্ধকার দূর করতে করতে বলে যায় আমি যে শুধুই তাঁর।
হ্যাঁ রে মন আমিও তাঁকে বলতে চাই চিৎকার করে বলতে চাই আমি যে শুধুই তোমারই। কিন্তু, না রে মন বলতে পারবো না, বোঝাতে পারবো না কোনোদিন আমি তাঁকে আমার কথা। জানিস মন আজ আবার আমি একা, এক এক করে বিসর্জন দিয়েছি আমার সব আশা, আকাঙ্ক্ষাদের ,বিসর্জন দিয়েছি আমার আমিকে গতকাল নীল বেদনার নীলচে নদীর ঘাটের কালচে গভীর জলে। আজ আমার এক মুঠিতে একটু বাতাস, আরেক মুঠি জল।
জানিস মন আমি আমার কোন মুঠিতেই তাঁকে ধরে রাখিনি। যে যাবার সে তো যাবেই চলে। আমি কোনোদিন তাঁকে বলবনা ফিরে আসতে। কষ্ট পেয়ে মরে গেলেও না। মন আর কেও আমাকে না জানুক, নাই বা চিনল তুই তো আমাকে জানিস আমার কষ্টদের সাথে সেই ছোটো থেকেই বসবাস। নীল দুঃখ গুলো যে আমাকে ছেড়ে থাকতেই পারে না রে মন।
জলের তবু নদী আছে, আমার তো কিছু নেই, যে আমি তোর হাতে দেবো মন আমি সব তাকেই দিয়ে দিয়েছি। আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার আমিকে এমন কি আমি যে তোকেও তাঁর হাতেই সঁপে দিয়েছি রে মন। তবু কেউ জানবেনা, এখন, ঠিক এই সব মূহুর্তেরা বড় বেশি নিঃসঙ্কোচে নিঃসঙ্গ।
আজ আমার কোন অহংকার নেই, জেদ নেই, মান নেই, অভিমান নেই, রাগ নেই, হিংসে নেই, আমার আমি নেই আর মন তুইও যে নেই। তবু ও তো বলি আমার তো সব আছে, কোথাও তো কমতি পড়েনি কিছুর। একটা মন ছিল, আজ সেটাও নেই।
loading...
loading...
মুগ্ধতা নিয়ে লিখাটি পড়লাম। অসম্ভব সুন্দর হয়েছে কবিবন্ধু রিয়া।
loading...
ধন্যবাদ বন্ধু। শুভ সকাল।
loading...
এক কথায় বলতে এ লেখা কেবল মুগ্ধতা ছড়ায়। আমিও মুগ্ধ।
loading...
শুভেচ্ছা অফুরান
loading...
প্রতিটি মুগ্ধতা মাখা লেখা পড়িয়া সময়ের মূল্যে কিছু সংগ্রহ করিলাম প্রিয়।
loading...
শুভেচ্ছা জানবেন
loading...
মন হলো নিজের ভেতরের সত্ত্বা….যার সাথে আপনি কথোপকথন করলেন, সেটাই হলো ইলাহ….ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোষ্ট দেয়ার জন্য। মন্ত্রমুগ্ধ হয়ে কেবল পড়েছি।
loading...
খুশি হলাম খুব.. শুভেচ্ছা
loading...
সুন্দর ব্যবচ্ছেদ
শুভ কামনা
loading...
শুভেচ্ছা প্রিয় দিদি ভাই।
loading...
সেই ভালো কবি রিয়া দি। আত্মবিশ্লেষণ খুব কম মানুষের পক্ষিই সম্ভব।
loading...
অনুপ্রাণিত হলাম দিদি ভাই।
loading...
কোন অহংকার নেই, জেদ নেই, মান নেই, অভিমান নেই, রাগ নেই, হিংসে নেই, আমার তো সব আছে, কোথাও তো কমতি পড়েনি কিছুর। একটা মন ছিল, আজ সেটাও নেই।
loading...
অনেক ভাল থাকুন কবি সুমন দা।
loading...
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দিদি। আপনার লেখায় মুগ্ধতা রেখে গেলাম। শারদীয় শুভেচ্ছাও জানবেন।
loading...
শুভ শারদীয়া কবি নিতাই দা।
loading...
loading...
শুভেচ্ছা নিন দাদা।
loading...
তারপরও ভালো আছেন মনে করি।
loading...
জ্বী দিদি ভাই। ভাল আছি।
loading...
কাব্য পাঠে মুগ্ধ হলাম। সুন্দর লেখনী।
শারদ শুভেচ্ছা রইল ।
জয়গুরু।
loading...
প্রণাম প্রিয় কবি দা।
loading...