রেজাউল ইসলাম-এর ব্লগ
অভিমান
অভিমান
দরজাটা এখনো খোলা আছে
ছিটকানি না দিয়ে জানালাটা একটু হেলিয়ে দিয়েছি মাত্র
অভিমান আর আত্মসম্মান বোধ থেকে
যেন তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারো
ওটা বন্ধ আছে ! মধ্য রাত্রিতে এখনো ঘুম ভেঙ্গে যায়
কিন্তু জানালার পাশে দাঁড়িয়ে তোমাতে আমাতে
আর জ্যোৎস্নান করা হয় না,
চাঁদের হাসিমাখা মুখটি পড়ুন
কবিতা | ১৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৬৮ বার দেখা | ১৬৪ শব্দ ১টি ছবি
স্মৃতির এ্যালবাম
স্মৃতির এ্যালবাম
স্মৃতির এ্যালবাম এতো এতো স্মৃতি
এতো এতো কথা
এতো এতো গান
সব ভুলে যায় কিভাবে ? কতো কতো সুখ
কতো কতো শান্তি
কতো কতো স্বস্তি
সব হারিয়ে যায় কিভাবে ? শতো শতো হাসি
শতো শতো খুশি
শতো শতো আনন্দ
সব ফুরিয়ে যায় কিভাবে ? অতো অতো ভালোলাগা
অতো অতো পড়ুন
কবিতা | ১২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৬২ বার দেখা | ৫৬ শব্দ ১টি ছবি