মৃত্যু

মৃত্যু

এই মুহূর্তে যদি আমার প্রাণবায়ু বের হয়,
কিছুই আসবে যাবে না চারপাশের বৃক্ষলতার –
তারা দুলবে বাতাসে, একটু হাওয়ার হিল্লোলে
পাতারা ডুব সাঁতারের মতো নামবে মাটিতে।

দৃষ্টি মেলে গেলে যে-জায়গা শূন্য বলে মনে হয়
সেখানেও হঠাৎ বইবে না কোনও ঝড়ের প্রপাত,
বোঝা-মাথার মজুরের মতো বয়ে নেবে মন্থর মেঘ…
দিগন্তের নীল, বিবর্ণ হবে না একটুও –
আলোয় আলোয় আরও হেসে উঠবে
রঙিন সন্ধ্যার আশায়।

সূর্যেরও কিছু আসে যায় না, কারও মৃত্যু কিংবা বেদনায়,
দৌঁড়ের বাঁশি শুনে সেই যে সচল হলো…
কোনও দিকে দেখবার, থামবার এতটুকু সময় নেই তার,
আর চাঁদ তো আঁধারে খুশি, ফোটে হাসি তারার ভেতর।

আকাশের মন ভার হলে, কিছুক্ষণ কাঁদবে বড়জোর,
কতটা নিখূঁত ছন্দে নামতে পারে নির্জলা-জলের সুতো,
দেখবে তা ওই নির্বাক নদীও।

কিছু মানুষের ঝাঁপসা চোখের আড়ালে, আমি শুধু…
চলে যাবো মাটির শয্যায়, দীর্ঘ-ঘুমে ।।

____ •• ____

July 25, 2018
South Easton
Massachusetts
USA

___{}___

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-০৭-২০১৮ | ৭:৫৬ |

    সেই অতি পরিচিত এবং শব্দনীড় এর আপনজন একজন বন্ধু'র প্রত্যাবর্তন। মৃত্যু নয় কবি; জীবন হয়ে এলেন আপনারই চেনা আঙ্গিনায়। অভিনন্দন বন্ধু রেজা ভাই। স্বাগতম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • রেজা নুর : ২৯-০৭-২০১৮ | ৬:৫১ |

      আমারও ভাল লাগছে।

      তবে প্রায়-অনুপস্থিতি ক্ষমা করবেন। 

      ধন্যবাদ, আজাদ ভাই। 

      শুভেচ্ছা, শব্দনীড়-এর সবার জন্য ।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ২৬-০৭-২০১৮ | ১৪:০০ |

    শব্দনীড়ে আমি আপনার লেখা আগেও পড়েছি। আশ্চর্য্য হচ্ছি এতোদিন কোথায় ছিলেন দাদা !! স্বাগত হে কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • রেজা নুর : ২৯-০৭-২০১৮ | ৬:৫৪ |

      অনেক ধন্যবাদ, রিয়া আপনাকে । 

      ভাল থাকুন । 

       

      GD Star Rating
      loading...
  3. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৭-০৭-২০১৮ | ২৩:৪৬ |

    আকাশের মন ভার হলে, কিছুক্ষণ কাঁদবে বড়জোর,
    কতটা নিখূঁত ছন্দে নামতে পারে নির্জলা-জলের সুতো,
    দেখবে তা ওই নির্বাক নদীও।

    *বিমুগ্ধ…

    GD Star Rating
    loading...
    • রেজা নুর : ২৯-০৭-২০১৮ | ৬:৫৬ |

      ‘বিমুগ্ধ’তা জেনে ভাল লাগল খুব ।  

      ভাল থাকবেন, ভাই দিলওয়ার । 

      শুভেচ্ছা । 

      GD Star Rating
      loading...
  4. ইলহাম : ২৮-০৭-২০১৮ | ০:১৪ |

    "কিছু মানুষের ঝাঁপসা চোখের আড়ালে, আমিই শুধু—
    চলে যাবো মাটির শয্যায়, আপাত চির-ঘুমে"

    প্রকৃত সত্য বলেছেন কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • রেজা নুর : ২৯-০৭-২০১৮ | ৬:৫৬ |

      অনেক ধন্যবাদ, ভাই ইলহাম ।

      ভাল থাকুন সতত। 

       

      GD Star Rating
      loading...