অতিথি
তোমার সংগে কথা বললে
মন ভালো হয়
মন ভালো রয়
কয় কিছু লোক।
বলি, মন ছিল বরাবর ভালো
আমি শুধু ভোরের হাওয়া,
উড়ে আসি মেঘ ফুঁড়ে
ধোঁয়াশা কালো ।।
এক বিকেলে
একটি বিকেল হঠাৎ তোমার হয়েছিল
বন্ধ দরোজার ওপারে ছিল আলো,
প্রিয় তবু আমার
সহজ
কতটা সহজ হলে বলতে পারতে, —‘ভয় করি না কিছু,
আমি হবো সমস্ত বাগানের অনন্যা-ফুল ।
কলংক-ফুলের ঘ্রাণ প্রেমার্তরা ছাড়া
আর কারা পায় !
দুর্নাম রটায় অ-রসিক কাঠময় কিছু লোক
দুর্নাম নয়, দূর-নামের জ্যোতির্ময় শোভার
পায় না পুলক।
সমাজ-বৃক্ষরা সব, মেলে রাখে পাহারার পাতা,
দাঁড়াবো
কবিতা|
৬ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪৯৭ বার দেখা
| ৫৪ শব্দ ১টি ছবি
মৃত্যু
এই মুহূর্তে যদি আমার প্রাণবায়ু বের হয়,
কিছুই আসবে যাবে না চারপাশের বৃক্ষলতার –
তারা দুলবে বাতাসে, একটু হাওয়ার হিল্লোলে
পাতারা ডুব সাঁতারের মতো নামবে মাটিতে।
দৃষ্টি মেলে গেলে যে-জায়গা শূন্য বলে মনে হয়
সেখানেও হঠাৎ বইবে না কোনও ঝড়ের প্রপাত,
বোঝা-মাথার মজুরের মতো বয়ে
কবিতা|
৮ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪৯৭ বার দেখা
| ১১৫ শব্দ ২টি ছবি