রেজা রাশিদ-এর ব্লগ

জণ্ম ১৯৭১, স্থান গোপালগঞ্জ, বড় হয়েছি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, স্কুল কলেজ ঝিনাইদহ ক্যাডেট কলেজ। খূলনা বিশ্ব বিদ্যালয়। পেশা – স্থাপত্য নির্মাণ, উপদেষ্টা, শখ – গান, ছবি, সাহিত্য, কর্ম স্থল ঢাকা।

আমার আমি - রেজা রাশিদ
আমার ‘আমি’
———————
প্রতিটি মানুষের জন্মের কিছুকাল পরে আবার একবার জন্ম হয়। সেই জন্মটা তার চেতনায় অনুভূতি আসার মুহুর্তকালকেই বলা যায়। যদিও অবচেতন মন জন্মলগ্ন থেকেই অনুভবক্ষম; কিন্তু সেই ডাইমেনশনে এসে সে তা প্রকাশে অক্ষম। আমি যখন আমার প্রকাশক্ষম অনুভবের মুহুর্তে আমার ভিতরের আমিকে নিজে পড়ুন
জীবন | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৮৯ বার দেখা | ২২০ শব্দ