খুব তো কাঁচের গল্প বলো
মধ্যরাতে চেয়ে থাকো চাঁদের পানে
টোকা দিয়ে দেখেছো কি কাঁচের গায়ে?
টোকা দিলে কেমন করে কাঁচ ভেঙ্গে হয় গুঁড়ো গুঁড়ো
ছড়িয়ে পড়ে এদিক সেদিক সবখানে?
ভাঙ্গা কাঁচে চাঁদগুলো হয় এলো মেলো
একটি মুখ–অনেক মুখের গল্প যেনো।
খুব তো কাঁচের গল্প বলো
কাঁচ কি তবে গল্পকার–নতুন