রায়হান-এর ব্লগ
অভিভূত
আমি জ্যোৎস্না ছুঁয়েছি বহুবার
এমন জ্যোৎস্না ছুঁয়ে দেখিনি কখনো।
এ কেমন জ্যোৎস্না ছিলো তবে?
দুধের মত নির্মল সাদা, ঠিক তা নয়,
স্ফটিক স্বচ্ছ জলের উপর ঠিকরে পড়া আলোর মতন।
ঠিক তাও নয়।
রুপালী ইলিশের পিছলে পড়া ভোরের সূর্যের মত?
আরে না, ঠিক তা না।
তা হলে কেমন ছিল সে চন্দ্রিমা রাত?
পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৫১ বার দেখা | ১৬০ শব্দ
কবিতার নাম যুদ্ধ
ন্যাটো,
প্রিয় ভবিষ্যৎ পৃথিবীর পথিকৃৎ,
তুমি এখন কোথায় আছো?
কেমন আছো?
এবার শীতে, শীতের কাপড় আছে কি?
পথিকৃৎ,
আমাদের আকাশ মেঘের ধুয়াশায় ঢেকে রেখেছে
আমায়। মেঘ ভেদ করে বৃষ্টি নয় ঝরছে মৃত্যুর বাণ,
অজানা আতংকে কাঁপছে শহর, নগর বন্দর গ্রাম,
দলে দলে মানুষ ছাড়ছে তার প্রিয় ঘর, বাড়ি,
প্রিয় আসবাব, ড্রেসিং টেবিল, আয়না আর পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৩৭ বার দেখা | ২০৯ শব্দ
যখন প্রেম আসে
যখন প্রেম আসে,
ভ্রমর গুন গুন করে ভিতরে,
আর ভ্রমর গুন গুন করলেই
ফুলকে নারী বলে ভুল করি।
কাঞ্জিবরণ মন তখন চনমনে
নিরাভরণ। মনে জাগে প্রশ্ন,
আচ্ছা কালিদাস কি ঋতুর? নাকি,
ঋতুকামের কবি।
বর্ষার জলোচ্ছ্বাসের মত ভেসে যাই,
যেতে যে ইচ্ছে করে তাই, যাই।
পূর্বাপর কে ভাবে তখন। ০৩/০২/২২ রায়হান। পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৮৩ বার দেখা | ৪২ শব্দ
মৃত্যুর ও মৃত্যু হয় ০৩/০৮/২০২২
পুতিন।
তুমি কি? গ্রীক উপখ্যানের সিসিফাস,
যে মৃত্যুর দেবতাকে শিকলে বেঁধে ফেলবে।
মৃত্যুর দেবতারও একদিন মৃত্যু হবে।
যেদিন তোমার প্রতিরক্ষার সমস্ত সুউচ্চ বেদির,
বূহ্যভেদ করে মৃত্যুর দেবতা থ্যানাটোস পৌছে যাবে
তোমার সম্মুখে,
সেদিন থেমে যাবে তোমার সমস্ত তর্জন, গর্জন
কুত্শিত অভিলাষের আগ্রাসন। লেখা; রায়হান পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৯৫ বার দেখা | ৩৫ শব্দ
মানুষ যখন মুগ্ধ
০২/১৯/২২
আমি তখন স্কুলে,
রাজবাড়ীর গ্যাটের পাশে কৃষনচুড়ায়
ফুটেছে আগুন রংঙা ফুল।
চোখে মাদকতায় মাদক নেশা
টের পাই কে যেন মেলছে পাখা।
সূর্যকে পিছনে রেখে হেটে যাই
দুই সারি বিশাল দউতকায় গাছের ছায়ায়,
ভাংগা ইটের ধুলামাখা পথে।
জোর পুকুর পার হয়ে সোজা পূর্বে।
দৈত্যের মত বিশাল শিমুল শাখে
পাখিদের হললা ঝগড়া
শিমুলের বিনীত পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৪২ বার দেখা | ১৪৩ শব্দ
যে পথ
প্রেম বিহীন চলে যাবে পথ
ভাবতে পারি কি?
যেমন ভাবতে পারি না
ধুয়া ছাড়া নির্মল আগুন।
এমন জন্ম হবে কিংম্বা হতে পারে,
যতদুর চোখ যায় স্মৃতির দাওয়ায়
কোন উদাসী প্রেমও আসেনি।
এমন ত নয়।
অতিবাহিত সময় আর যাপিত জীবন
যদি বলে দিতে পারতো আগামীর পথ,
তবে দিবধাহীন তোমায় নিয়েই,
দিতাম নিরন্তর উড়াল।
সহজে সব পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৩৯ বার দেখা | ৮১ শব্দ