এলোমেলো দিন
কথা দিয়েও তুমি এলেনা …
এলেনা তো।
ক- তো কিছু এলোমেলো হলো তুমি জানো?
জানোনা।
জানলার পাশ ঘেঁষে এবছরেই নতুন প্রসূতি ঝামুর- ঝুমুর কু্ঁড়ি- ফুলে হেলে যাওয়া যে বেলিগাছটা ছিল,
ওর গায়ে হাত না দেবার প্রতিজ্ঞা ভাঙচুর হয়ে গেলো তোমার আসার আশায়।
শ্বেতপাথরের পুজোর থালায় মালা নয়,তবু মালার মতই একটা একটা করে সুডৌল বিনি সুতোর মালা-মতো সাদা বেলি সাজালাম খাটের গা-ঘেঁষা সাইড টেবল্ জুড়ে।
ঠাম্মার আমলের সাবেকি চাঁদির বাসনপত্তর
আরো একবার গা- মুখ মেজে ঝাঁ- চকচকে রূপসী হয়ে উঠলো,
তুমি একটি বার এঁটো হাতে ছু্ঁয়ে দেবে বলে।
ওরাও আশাহত মুষড়ে মলিন।
তুমি এলেনা বলে …
কাশ্মীরী স্টিচের অতি সৌখিন,
কখনো প্রাণে -ধরে না-পাতা আনকোরা
বেডশিট, ম্যাচিং পিলো কভার,
আসার আশায় বহুক্ষণ দক্ষিণের জানলা
বেয়ে ভেসে আসা তেরছা রোদ্দুরে মিছিমিছি এলোমেলো মাখামাখি হলো……
তুমি তো এলেনা।
আরো যে কতো না- বলা দেওয়া- নেওয়া
রয়ে যায়।
আরো কতো, ক- তো যে …
দিনরাত এক করে চোখ বিঁধে ফুল তোলা রেশমী রুমাল … পিসি বকেছিল, রুমাল দিলে নাকি চির বিচ্ছেদ নিশ্চিত্। তাই ভেবে রেখেছিলাম একটা টাকা চেয়ে নেবো দাম …
কোন লেনদেন ব্যতিরেকেই যা ঘটার ঘটে গেলো …
খুঁটিয়ে জেনে নেওয়া তোমার পছন্দের
বেশ কিছু রেয়ার কালেকশন- বুকস্ …
‘আমার কুটির’ থেকে বেছে আনা
বাটিক প্রিন্টের কী দারুন একটা লেদার সাইড ব্যাগ….
বহু বেছে তবে আনা প্যান্টালুনসের
চোখ- টানা টাই আর কাফলিঙস্….
সব, স- ব বড়ো অসুবিধেয় ঠেলে ফেলে দিল …
আগাম উৎসর্গীত নৈবিদ্যির সর্বসেরা বাছাই জিনিষেরা,
একযোগে বড্ড বিপদে ফেলে দিল, জানো …
না পারি ফের আবার তুলে রেখে দিতে, না পারি প্রাণে ধরে জলে ফেলে দিতে …
বড্ড দোটানায় প্রাণ যায়, জানো ….
বড়ো এলোমেলো হয়ে গেলো স-ব।
সত্যি বড়ো টালমাটাল হয়ে গেলো …
এলে না যে … !!
loading...
loading...
আপনার লিখায় অসাধারণ এক আন্তরিকতা এবং প্রাণকাড়া অনুভূতি খুঁজে পাই।
অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানবেন বন্ধু। শুভসন্ধ্যা।
loading...
আপনার মন্তব্যে উৎসাহ পাই বন্ধু
loading...
খুউব ভাল লেখা দিদি ভাই। মুগ্ধ হলাম।
loading...
আপনার মন্তব্যে আনন্দিত হলাম, রিয়া। ভাল থাকুন।
loading...
কীভাবে মুগ্ধতা প্রকাশ করি?
শব্দের পাশে যে শব্দটা বসিয়েছেন, কথার পরে যে কথাটা- ওতে যদি একবিন্দু মুগ্ধতার ঘাটতি থাকতো তাইলে আমার হিংসের হিসেব থেকে কিছু খরচ হয়ে যেতো।
আর উপমাগুলো?
ছবিতে যে ফুলগুলি রেখেছেন তার পাশে একটা সুঁইসুতো রেখে দিন। মালা গেঁথে সব সুন্দরের গায়ে পরালে যে সব "সুন্দর" হবে তার চেয়েও বেশি মনছুঁয়া হয়েছে এই কবিতার সব উপমা!
সব মিলিয়ে কবিতাটা মধ্যদিনের মরুভূমিতে যেন একটা জলের নগর! বৃষ্টিকে ভিজিয়ে দিলো।
loading...