প্রথম দেখাতেই যদি তোমায় ভালোবাসি এই কথাটা বলতে পারতাম !
তোমাকে ভালোবাসি আমি আজো তোমাকে জানাতে পারি নাই,
তোমার জন্য এখনও আমি আমার সেই স্বপ্নের বাড়ীটা তৈরি করে রাখতে পারি নাই।
তোমাকে হারানোর ভয় আমি করি নাই, কিন্তু তোমাকে
যে পাবো না এই কথাটা আমি জানতাম।
তোমার চাহিদা ছিলোনা কিন্তু আমি তোমাকে দিতে চাইতাম,
আমাকে ভালোবাসো নাই করেছো অভিনয়, এটা আমি বুঝতে পারি নাই।
আমার বোকামি বলতে পরো তোমার সকল অভিনয় জানার পরেও তোমাকেই ভালোবেসে গেছি আগের মত করেই।
আমার বোকামি হলো তোমাকে ঘৃণা না করে সকল অপরাধের শাস্তি হিসেবে দিছি আমার মনের পবিত্র ভালোবাসা।
আমার মনে ছিলো তুমি একদিন হলেও আসবে ফিরে নিজেকে শুধরে নিয়ে।
কিন্তু না আমার সকল ভাবনার অবসান ঘটিয়ে তুমি আজ মহা সুখে।
জানিনা এই সুখ চিরকাল তোমার সইবে কিনা
আমিও এক সময় তোমাকে এভাবেই রেখেছিলাম ভালোবাসার বন্ধনে …
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শুভেচ্ছা ধন্যবাদ মি. রাসেল মিরাজ। ভালো লিখেছেন।
loading...
ধন্যবাদ
loading...